For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌভাগ্য-লাভে বাড়িতে কীভাবে শাঁখ রাখা উচিত ! বলে দিচ্ছে বাস্তুশাস্ত্র

হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়, শঙ্খধ্বনিতে বিতাড়িত হয় অশুভ শক্তি। যে শক্তির অন্ধকার যে কাউকে গ্রাস করতে পারে। আর সেজন্যই বিভিন্ন পূজার্চনায় ব্যবহার করা হয় শাঁখ ।

  • |
Google Oneindia Bengali News

হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়, শঙ্খধ্বনিতে বিতাড়িত হয় অশুভ শক্তি। যে শক্তির অন্ধকার যে কাউকে গ্রাস করতে পারে। আর সেজন্যই বিভিন্ন পূজার্চনায় ব্যবহার করা হয় শাঁখ । বহু গৃহস্থেই পূজার বেদীর কাছে থাকে শাঁখ। বাস্তুশাস্ত্র বলছে শাঁখকে যদি গৃহস্থে সঠিকভাবে রাখা যায়, তাহলে সৌভাগ্য লাভ কেউ আটকাতে পারেনা!নিজের বাড়িতে কীভাবে রাখবেন শাঁখ?জেনে নিন।

শাঁখ নিয়ে কয়েকটি তথ্য

শাঁখ নিয়ে কয়েকটি তথ্য

বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে অন্তত দুটি শাঁখ রাখা ভালো। তবে দুটি শাঁখউ যেন একে অপরের থেকে আলাদা থাকে সেদিকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন:সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক মজবুত করার কিছু সহজ পন্থা বলছে বাস্তুশাস্ত্র][আরও পড়ুন:সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক মজবুত করার কিছু সহজ পন্থা বলছে বাস্তুশাস্ত্র]

শাঁখ দিয়ে জল অর্পণ নয়

শাঁখ দিয়ে জল অর্পণ নয়

মহাদেব বা সূর্য পুজোর ক্ষেত্রে কোনও মতেই শাঁখ দিয়ে জল অর্পণ করা উচিত নয়। এমনই মত শাস্ত্রজ্ঞদের।

[আরও পড়ুন:হবু স্বামীকে ইমপ্রেস করতে চান !বিয়েতে পড়ুন এই 'পয়া' রঙের শাড়ি , বিস্তারিত জানুন রাশির বিচারে][আরও পড়ুন:হবু স্বামীকে ইমপ্রেস করতে চান !বিয়েতে পড়ুন এই 'পয়া' রঙের শাড়ি , বিস্তারিত জানুন রাশির বিচারে]

জলশঙ্খ নিয়ে তথ্য

জলশঙ্খ নিয়ে তথ্য

জলশঙ্খ ব্যবহারের ক্ষেত্রেও তা গঙ্গাজল দিয়ে পরিস্কার করে ,সাদা কাপড়ে মুড়ে রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে গৃহস্থে সৌভাগ্য সমৃদ্ধি আসে।

পুজোর কাজে ব্যবহৃত হবে না এই শাঁখ

পুজোর কাজে ব্যবহৃত হবে না এই শাঁখ

যে শাঁখে বাজানো হয়, তার মধ্য়ে জল রেখে কখনওই পুজোর কাজে ব্যবহার করা যায় না। এই শাঁখ হলুদ কাপড়ের ওপর রাখতে হবে। এমনই মত বাস্তুশাস্ত্রের।

এক ঘরে থাকবে না দুটি শাঁখ

এক ঘরে থাকবে না দুটি শাঁখ

যে শাঁখ বাজানো হয়, আর জলশঙ্খ কখনওই এক ঘরে থাকবে না । এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। পুজোর কাজে ব্যবহৃত শাঁখ সব সময়ে উপরে রাখার চেষ্টা করা ভালো।

English summary
How Shankh helps to gain prosperity, Know the Vastu Tips
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X