For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তুদোষ কীভাবে কাটিয়ে উঠবেন! সুখ-শান্তি ধরে রাখতে কয়েকটি সহজ উপায় জেনে নিন

বাস্তুদোষ অনেক গৃহস্থেই সমস্যা তৈরি করে থাকে। এমন ধারণা বাস্তুশাস্ত্রবিদদের। তাঁদের মতে, বাস্তুদোষের জন্যই অেক গৃহস্থে কলহ বিবাদ থেকে শুরু করে নানা জটিল পরিস্থিতির সঞ্চার হয়।

  • |
Google Oneindia Bengali News

বাস্তুদোষ অনেক গৃহস্থেই সমস্যা তৈরি করে থাকে। এমন ধারণা বাস্তুশাস্ত্রবিদদের। তাঁদের মতে, বাস্তুদোষের জন্যই অেক গৃহস্থে কলহ বিবাদ থেকে শুরু করে নানা জটিল পরিস্থিতির সঞ্চার হয়। কোনও কারণ ছাড়াই হাঠৎ করে নানা বিপদ ঘিরে ধরে গৃহস্থের সদস্যদের। অথচ সেই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হয় না সহজে। এরকম এক পরিস্থিতিতে কী কী উপায় অবলম্বন করলে সমস্যা কাটানো সম্ভব, তা দেখে নেওয়া যাক একনজরে।

[আরও পড়ুন:কপালের গড়ন দেখে বুঝে নেওয়া যায় মানুষের চরিত্র! উপায় জানাচ্ছে এই বিশেষশাস্ত্র][আরও পড়ুন:কপালের গড়ন দেখে বুঝে নেওয়া যায় মানুষের চরিত্র! উপায় জানাচ্ছে এই বিশেষশাস্ত্র]

[আরও পড়ুন:ব্যবসায় সাফল্য আনতে মেনে চলুন এই বিষয়গুলি, জেনে নিন কিছু বাস্তু টিপস][আরও পড়ুন:ব্যবসায় সাফল্য আনতে মেনে চলুন এই বিষয়গুলি, জেনে নিন কিছু বাস্তু টিপস]

বিপদ থেকে বাঁচতে তুলসী

বিপদ থেকে বাঁচতে তুলসী

বাড়িতে কোনও রকমের বাস্তুদো, রয়েছে কী না তা টের পেলেই আগে , বাড়িতে রোপণ করুন তুলসীগাছ। চাকরী পেতে হলে বা ধনসম্পত্তি বাড়াতে হলে একাগ্রভাবে করতে হবে তুলসী পুজো। এজন্য় প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের চারাকে নিয়ে একটি কাপড়ে মুড়ে নিজের পড়ার ঘরে বা কর্মস্থলে ডেস্কে রেখে দিন ।

 পরিস্কার পরিচ্ছন্নতা

পরিস্কার পরিচ্ছন্নতা

আশপাশের পরিবেশ , পরিস্থিতি পরিচ্ছন্ন রাখুন। বলা হয়, বাড়ি যদি পরিস্কার থাকে, তাহলে সেখানে কোনও রকমের অশুভ শক্তি জায়গা করে নিতে পারে না । ঝুল বা নোংরা কিছু থাকলে, তা বাড়ি থেকে সাফ করে ফেলুন। এতে গৃহশান্তি বজায় থাকবে।

 বাড়ি কীভাবে পরিস্কার রাখবেন ?

বাড়ি কীভাবে পরিস্কার রাখবেন ?

বাড়িকে পরিস্কার রাখতে জলের মধ্যে নুন আর ফটিকিরি দিয়ে পরিস্কার করুন। যখনই বাড়ির মেঝে পরিস্কার করবেন ,তখনই জলে নুন আর ফটকিরি মিশিয়ে নিন। ফলে বাড়ি যেমন পরিস্কার ও জীবাণু মুক্ত থাকবে, তেমনই কেটে যাবে বাস্তুদোষ।

নিমের ধোঁয়া

নিমের ধোঁয়া

বাড়িতে সপ্তাহে অন্তত দু'বার নিমপাতার ধোঁয়া দিন। যখনই বাড়িতে সন্ধ্যের সময়ে ধুনো জ্বালাবেন , তখন তাতে ফেলে দিন কিছু নিম পাতা। নিমপাতা পুড়ে গিয়ে যে ধোঁয়া তৈরি হন, বাস্তুশাস্ত্রবিদদের মতে ,তা বাস্তুদোষ দূর করার পক্ষে খুবই ভালো। এদিকে, গৃহস্থে সকলের স্বাস্থ্যও ভালো থাকবে।

বেডরুম ও পূজার ঘর

বেডরুম ও পূজার ঘর

শোওয়ার ঘরে কিছুতেই রাখা যাবে না ঠাকুর দেবতার মূর্তি। সেখানে বা শোওয়ার ঘরের আশপাশেও প্রতিষ্ঠা করা যাবে না ঠাকুর। এমনই জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

বাড়ির পর্দার রঙ

বাড়ির পর্দার রঙ

বাড়ির পর্দা থেকে ভিতরের দেওয়াল ,সমস্ত ক্ষেত্রেই রঙ হালকা ধরনের হয়। সাধারণত গাঢ় রঙের মধ্যে বেগুনী রঙের হালকা শেড ব্যবহার করতে পারেন বাড়ির পর্দা আর ভিতরের দেওয়ালের জন্য।

বাড়ির মধ্যে নেতিবাচক প্রভাব কাটাতে কি করবেন?

বাড়ির মধ্যে নেতিবাচক প্রভাব কাটাতে কি করবেন?

নেতিবাচক কোনও শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না যদি নুনের ব্যবহার করা যায়। এজন্য বাড়ি পরিষ্কারের সময়, পরিষ্কার করার জলে নুন ফেলে দিন।সেই জল দিয়ে ঘর মুছে নিলে বাস্তুশাস্ত্র মতে গৃহস্থে থাকতে পারে না কোনও নেতাবাচক শক্তির প্রভাব

English summary
How to overcome vastu dosh, some vastu shastra tips
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X