For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থভাগ্য ধনতেরস-এ তুঙ্গে রাখতে চান! জেনে নিন কিছু বাস্তু টিপস

দীপাবলির দিন দেশের বিভিন্ন অংশে ধন-লক্ষ্মীর পুজো করা হয়। সেই দিন ঘরে সৌভাগ্য ,সমৃদ্ধি লাভের আশায় , চারিদিক আলোকোজ্জ্বল করে তোলা হয়।

  • |
Google Oneindia Bengali News

দীপাবলির দিন দেশের বিভিন্ন অংশে ধন-লক্ষ্মীর পুজো করা হয়। সেই দিন ঘরে সৌভাগ্য ,সমৃদ্ধি লাভের আশায় , চারিদিক আলোকোজ্জ্বল করে তোলা হয়। আর দীপাবলির ঠিক আগের দিন পালিত হয় ধনতেরস। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , ধনতেরসের দিন বেশ কয়েকটি টিপস মেনে চললে অর্থভাগ্য উন্নতির পথে যেতে পারে। দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস কিনলে ধনতেরসে অর্থভাগ্যের উন্নতি হয়।

সোনা কেনা!

সোনা কেনা!

শাস্ত্র মতে, ধনতেরসের দিন সোনা কেনা অত্যন্ত শুভ। এদিন হল মার্ক দেখে সোনার গয়না কেনবার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। তবে শুধু সোনার গয়না নয়, সোনার কয়েনও এদিন কিনতে পারেন।

স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ

স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ

এদিন স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করারার পরামর্শও দিচ্ছেন অনেকে। মনে করা হয় , এক্সচেঞ্জ ট্রেডে সোনায় বিনিয়োগ করলে , তা শুভফল দিয়ে থাকে ধনতেরসের দিন।

 রুপোর জিনিস

রুপোর জিনিস

ধনতেরসের দিন রুপোর বাসন কেনা শুভফল দিয়ে থাকে। এদিন নির্দিষ্ট সময়ে রুপোর বাসন কিনলে তা অর্থভাগ্যের উন্নতি করে। এছাড়াও যদি সেই দিন রুপোর লক্ষ্মী ও গণেশ কেনা যায়, তাহলে তাও বেশ কার্যকর হবে।

[আরও পড়ুন:ধনতেরস ২০১৮: সোনা কেনার সঠিক সময় জেনে নিন! জেনে নিন শুভ সময়][আরও পড়ুন:ধনতেরস ২০১৮: সোনা কেনার সঠিক সময় জেনে নিন! জেনে নিন শুভ সময়]

 ইলেকট্রনিক জিনিস

ইলেকট্রনিক জিনিস

ধনতেরসে ইলেকট্রনিক জিনিস কিনলেও তা অর্থভাগ্য বাড়িয়ে তুলতে সাহায্য করে। এমন দিনে নির্দিষ্ট সময়ের মধ্য়ে মাইক্রোওয়েভ কিংবা ওয়াশিং মেশিনের মত জিনিস কিনলে তা অর্থ, প্রতিপত্তি এনে দিতে পারে সংসারে।

[আরও পড়ুন:ধনতেরসে সস্তা হল কি সোনা! জেনে নিন আজ দেশের বিভিন্ন শহরে সোনার দাম কত][আরও পড়ুন:ধনতেরসে সস্তা হল কি সোনা! জেনে নিন আজ দেশের বিভিন্ন শহরে সোনার দাম কত]

English summary
Do you know that a house build as per the rules of Vastu has a circulation of natural energy and powers? Dhanteras is a time when you either buy precious metals or household utensils made up of steel. Here are the top 5 things to buy this festive season. Prior to that let us have a quick look at the legend behind dhanteras.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X