For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণ চোকাতে গিয়ে নাভিশ্বাস উঠছে! সমস্যা সমাধানে কিছু সহজ বাস্তু টিপস

বাড়ি হোক বা গাড়ি, ঋণ নেওয়ার পর তা চোকাতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। অনেক সময়েই সঞ্চয়ের সঠিক প্ল্যানিং এর অভাবে রীতিমত সমস্যায় পড়ে যান।

  • |
Google Oneindia Bengali News

বাড়ি হোক বা গাড়ি, ঋণ নেওয়ার পর তা চোকাতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। অনেক সময়েই সঞ্চয়ের সঠিক প্ল্যানিং এর অভাবে রীতিমত সমস্যায় পড়ে যান। বাস্তুশাস্ত্র বলছে , কয়েকটি নীতি মেনে চললেই বা সহজ পন্থায় কয়েকটি টিপস মেনে চললেই সমস্যা দূর করা যায়। দেখে নেওয়া যায় , কী কী সেই টিপসগুলি।

বাড়ির কোণ

বাড়ির কোণ

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিক বন্ধ থাকলে , সেই বাড়িতে ঋমের পরিমাম বাড়তে থাকে। বাড়র উত্তর দেওয়ার ঘেঁসে আলমারি বা ভারি আসবাব রাখা উচিত হবে না।

জলের ট্যাঙ্ক কোথায় রাখবেন না?

জলের ট্যাঙ্ক কোথায় রাখবেন না?

বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে মাটির নিচে কখনও জলের ট্যাঙ্ক বা কুয়ো রাখবেন না। এতে সমস্যা বাড়ে। যা ঋণের পক্ষে সহায়ক হয়। এতে ঋণের পরিমাণ বেড়ে যায়।

অফিস থেকে ঋণের সমস্যা

অফিস থেকে ঋণের সমস্যা

যদি অফিসে ঋণের সমস্যা হয়ে যায়, তাহলে দেখতে হবে সেখানের জলের সমস্যা রয়েছে কি না। সাধারণত অফিসের ববনের দক্ষিণ পূর্ব দিকে যেন কোনো জালাধার থাকলে , তাতে সমস্যা বেড়ে যায়।

English summary
How to get rid of loans, know Vastu tips.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X