For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিদেবের প্রভাবে তোলপাড় হবে এইসব রাশির জীবন, জানুন কীভাবে হবে প্রতিকার

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির গুরুত্ব অনেক বেশি। কারণ শনিকে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। আসলে শনিদেব হলেন কর্মফলদাতা। অর্থাৎ মানুষের করা কর্ম অনুসারে ফল দান করেন তিনি। তাছাড়া শনির বক্র দৃষ্টি নিমেষে তোলপাড় করে দিতে পারে জীবন। তাই শনির প্রকোপ থেকে বাঁচতে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভালো কাজ করার পরামর্শ দেওয়া হয়। আগামী ২৯শে এপ্রিল শনি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। রাশিচক্রে শনির পরিবর্তন ধনু রাশির জাতকদের সাড়ে সাতি থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির প্রভাব শুরু হবে। একইভাবে দুটি রাশির জাতক জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পাবেন। আবার অপর দুই রাশির জাতকদের উপর শনির ঢাইয়ার প্রভাব শুরু হবে।

সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব

সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব

শনিদেব যখন নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন ঠিক তখন তাঁর অবস্থানের বিপরীত ছকে অবস্থিত রাশির উপরে তিনি দৃষ্টি দান করেন। আর তখনই সেইসব রাশির জীবনে সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব শুরু হয়। যেহেতু শনিদেব এক রাশির উপর আড়াই বছর থাকেন তাই এই সময়কালকে 'ঢাইয়া' বলে হয়ে থাকে। শনির সাড়ে সাতি ও ঢাইয়া সেই জাতক বা জাতিকার আর্থিক, মানসিক এবং শারীরিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলে। কিন্তু যাঁদের কর্ম শুভ বা যাঁদের জন্ম কুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকেন তাঁরা এই সময়ও শুভ ফল লাভ করেন। সেই সঙ্গে শনির সাড়ে সাতি ও ঢাইয়ার সময় সকল ব্যক্তিকে তাঁদের কৃতকর্ম সম্পর্কে সতর্ক থাকা উচিত। নাহলেই হয় বিপদ।

শনির ক্রূর দৃষ্টির প্রভাব

শনির ক্রূর দৃষ্টির প্রভাব

কর্মফলদাতা শনিদেব সকলকে তাঁদের নিজের নিজের ভালো বা খারাপ কাজের ফল দিয়ে থাকেন। সেইমত যারা দরিদ্র, অসহায়, কোনও মহিলা, কোনও শ্রমিক, বা সাফাই কর্মীদের নানারকম ভাবে হয়রান করেন তাঁদের প্রতি শনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তাই দুর্বলদের শোষণ বা অপমান করা এড়িয়ে চলা উচিৎ। পশু পাখিদের উপর অত্যাচার করলেও তার শাস্তি শনিদেব দেন। আমিষ বা মদ্যপান করা উচিত নয় শনির দশা চলা কালীন। জুয়া এবং নেশার মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকা দরকার। মিথ্যা বলা, প্রতারণা করা থেকে বিরত থাকতে হবে। এই সতর্কতা অবলম্বন না করলে শনিকে বিপর্যয়ের মুখে পড়তে হয়।

সতর্ক হন এখনই

সতর্ক হন এখনই

আগামী ২৯শে এপ্রিল শনির অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মীন রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি শুরু হবে। মীন, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাবে থাকবে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শনির ঢাইয়া শুরু হবে। এইভাবে, এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের তাঁদের কাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।

শনির প্রভাব থেকে মুক্তি

শনির প্রভাব থেকে মুক্তি

শনির মহাদশা যে যে রাশির জাতক জাতিকাদের উপরে পড়তে চলেছে তাঁরা যদি শনিদেবের জপ করেন তাহলে খুব শুভ ফল দেবে। মহাদেবের উপাসনা করাও খুব ভালো এই সময়। মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বা ওম নমঃ শিবায় জপ করা খুব শুভ। শনিবার দুঃস্থদের দান করা ও অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুব শুভ ফল দেবে। এছাড়া বজরংবলীর পুজো করাও খুব ভালো এই সময়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

English summary
Shani Gochar 2022: Sade Sati and Dhaiya will be started on some zodiac signs for the Saturn transit in this April 2022 here is the impact and details about it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X