For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌভাগ্য ফিরে পেতে সোনার গয়না নিয়ে কয়েকটি প্রয়োজনীয় বাস্তু টিপস

গয়না পরতে সব মেয়েই ভালোবাসেন। বিভিন্ন কারুকার্যের উজ্জ্বল গয়না সকলেরই পছন্দ। আর এই সোনার গয়নার হাত ধরেই আসে সৌভাগ্য সমৃদ্ধি। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।

  • |
Google Oneindia Bengali News

গয়না পরতে সব মেয়েই ভালোবাসেন। বিভিন্ন কারুকার্যের উজ্জ্বল গয়না সকলেরই পছন্দ। আর এই সোনার গয়নার হাত ধরেই আসে সৌভাগ্য সমৃদ্ধি। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, সোনার গয়না কীভাবে পরলে, বা কোথায় রাখলে সৌভাগ্য আসে। দেখে নেওয়া যাক কয়েকটি বাস্তু টিপস।

হাতে ও পায়ে সোনার গয়না

হাতে ও পায়ে সোনার গয়না

শুধুমাত্র বাঁ হাতে সোনার গয়না পরলে তা থেকে সমস্যা আসতে পারে মহিলাদের ক্ষেত্রে। পায়ে সোনার গয়না পরার ক্ষেত্রে সোনার আঙট আঙুলে না পরাই ভালো বলে পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। আঙটের জন্য রুপো ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন:ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল হয় কোন কোন রাশির জাতকদের মধ্যে ! জেনে নিন][আরও পড়ুন:ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল হয় কোন কোন রাশির জাতকদের মধ্যে ! জেনে নিন]

কোথায় রাখবেন সোনা?

কোথায় রাখবেন সোনা?

সোনা অতি যত্নে সাবধানে রাখার বস্তু। তাই একে যত্নে রাখা যেম জরুরি তেমনই এর থেকে সৌভাগ্য সমৃদ্ধি লাভও প্রয়োজনীয়। বাড়ির উত্তরপূর্ব কোণে সোনা রাখলে তা সৌভাগ্য বাড়াতে সাহায্য করবে বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:ভাইয়ের সৌভাগ্যের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন! উপযুক্ত রাখির সন্ধান দিচ্ছে রাশিফল][আরও পড়ুন:ভাইয়ের সৌভাগ্যের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন! উপযুক্ত রাখির সন্ধান দিচ্ছে রাশিফল]

খোলা জায়গায় সোনা নয়!

খোলা জায়গায় সোনা নয়!

সোনা কখনও খোলা জায়গায় রেখে চলে যাবেন না। বাস্তু মতে এতে কুপ্রভাব পড়তে পারে গৃহস্থে।

সোনা দান

সোনা দান

সৌভাগ্য পেতে সোনা দান করা অত্যন্ত ভালো বিষয়। সোনা দানের ফলে পজিটিভ এনার্জি ফিরে আসে। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।

সোনা হারিয়ে যাওয়া

সোনা হারিয়ে যাওয়া

সোনা হারিয়ে যাওয়াকে সুখকর বলে মনে করা হয় না। এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করেন বহু বাস্তুশাস্ত্রবিদ। এর সবচেয়ে ক্ষতিকর দিক হল স্বাস্থ্যহানি।

English summary
Here's How You Should Wear And Keep Gold, According To Vaastu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X