২০২২ সাল কোন কোন রাশির জন্য খুব শুভ হতে চলেছে, জেনে নিন
২০২১ সালকে জীবনের টাইমলাইন থেকে চিরদিনের মত বিদায় জানিয়ে শুরু হচ্ছে ২০২২ সাল। আর নতুন বছরের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্যকে নতুন করে সাজাতে উদ্যোগ নিয়েছেন সবাই। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিটি মানুষের ভাগ্য তাঁদের রাশিচক্র দ্বারা প্রভাবিত হয়। আর বছর শুরুর প্রাক্কালে দেখে নেওয়া যাক ২০২২ সাল কোন কোন রাশির জন্য বিভিন্ন বিষয়ে শুভ ফল নিয়ে আসতে চলেছে। পাশাপাশি ২০২২ সালে কোন কোন বিশেষ সংযোগ প্রভাব ফেলতে চলেছে মানুষের ভাগ্যে।

রাশি চক্রে শনির প্রভাব
শনির মহাদশা ২০২২ সালে অনেকটাই প্রভাব ফেলতে চলেছে রাশি চক্রে। নতুন বছরে রাশি পরিবর্তন করতে চলেছে শনি। যার জন্য সুফল মিলবে জাতক জাতিকাদের। বিশেষত যাঁদের শনির 'ঢাইয়া' চলছে তাঁদের ক্ষেত্রে এই বছর শুভ ফল লাভ হতে চলেছে। শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আটকে থাকা সব কাজ মিটে যাবে।

রাহুর রাশি পরিবর্তনের প্রভাব
এপ্রিলে শনির রাশি পরিবর্তনের পর ১২ জুলাই ২০২২ তারিখে রাহু রাশি পরিবর্তন করতে চলেছে। দেড় বছর পর অন্য রাশিতে যেতে চলেছে রাহু। এই পরিবর্তন সব কাজের বাঁধা দূর করে দেবে। বৃষ রাশির জাতকরা এর থেকে সর্বোচ্চ সুবিধা পাবেন।

বৃষ রাশিতে প্রভাব
বৃষ রাশির জাতক জাতিকারা যারা গত কয়েক বছর ধরে কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছিলেন। তাঁরা এই বছর খুবই সুখকর জীবনের দিকে যেতে চলেছেন। এই মুহূর্তে রাহু বৃষ রাশিতে রয়েছে এবং ১২ই জুলাই ২০২২ তারিখে এই রাশিচক্র ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অশুভ গ্রহ রাহু রাশিচক্র ত্যাগ করার সাথে সাথেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের সকল সমস্যার অবসান ঘটবে। তারা অনেক সুবিধা পাবেন। কর্মজীবনে বড় সাফল্য আসবে। শুধু খারাপ অভ্যাস এবং সঙ্গ থেকে দূরে থাকতে হবে। এছাড়াও, যখনই সম্ভব, কুকুরকে খাবার খাওয়াতে হবে।

মিথুন রাশিতে প্রভাব
মিথুন রাশির জাতক জাতিকারা এ বছর শনির ঢাইয়ার হাত থেকে মুক্তি পেতে চলেছেন। ২৯শে এপ্রিল ২০২২, শনি রাশি পরিবর্তনের সাথে সাথে তার জীবনের সমস্ত ঝামেলাও শেষ হয়ে যাবে। চাকরিতে পদোন্নতির যোগ আছে। আয় বাড়বে।

মীন রাশিতে প্রভাব
মীন রাশির জাতকদের জন্য নববর্ষের গ্রহের অবস্থাও খুব শুভ। এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বিশাল সুবিধা পাবেন। ব্যবসায় পদোন্নতি-বৃদ্ধি, লাভের অনেক সুযোগ আসবে। বলা যায় পুরো বছরটাই সফল হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)