For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ ৬ বছর ধরে চলে সূর্যের কঠোর মহাদশা, জানুন মুক্তি পাওয়ার সহজ উপায়

Google Oneindia Bengali News

জ্যোতিষ অনুসারে নবগ্রহের দশার প্রভাব মনুষ্য জীবনের ওপর পড়ে। ব্যক্তির জন্মছকে সেই গ্রহের স্থিতি কেমন রয়েছে তার ওপর নির্ভর করে ওই ব্যক্তির দশায় শুভ বা অশুভ ফল প্রাপ্তের। এর অর্থ হল যদি কোনও গ্রহ শুভ উদ্দেশ্যে উচ্চ স্থিতিতে রয়েছে তবে তার মহাদশায় ব্যক্তির ভালো ফল প্রাপ্ত হবে। অন্যদিকে যদি সেই গ্রহ অশুভ স্থিতিতে চলে যায় তবে ব্যক্তি নেতিবাচক ফল পায়।

সূর্যদেবের মহাদশা

সূর্যদেবের মহাদশা

এখানে আমরা কথা বলতে চলেছি গ্রহের রাজা সূর্যদেবের বিষয়ে। যার মহাদশা ৬ বছরের হয়ে থাকে। সেবাক্ষেত্রে সূর্য উচ্চ স্থানে থাকলে প্রশাসনিক পদ তথা সমাজের মান-সম্মানের কারক বলে বিবেচিত হয়। এটি নেতৃত্বের প্রতিনিধিত্ব করেয এর পাশাপাশি সূর্যদেব সিংহ রাশির অধিপতি এবং মেষ রাশিতে উচ্চ বলে মানা হয়। অন্যদিকে সূর্য তুলা রাশিতে নিম্ন স্থানে রয়েছে।

সূর্যদেব কুণ্ডলীতে শুভ স্থিতিতে থাকলে কি হয়

সূর্যদেব কুণ্ডলীতে শুভ স্থিতিতে থাকলে কি হয়

সূর্যদেব যদি জন্মকুণ্ডলীতে শুভ স্থিতিতে থাকে তবে ব্যক্তি তাঁর মনোমতো ফল প্রাপ্ত করতে পারে। জ্যোতিষে সূর্যগ্রহ নিজের মিত্র রাশিতে উচ্চ হয় যার প্রভাবে জাতক ভাল ফল পেতে পারে। এই সময় ব্যক্তির বিগড়ে যাওয়া কাজও হয়ে যায়। এর সঙ্গে ব্যক্তির বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হয় এবং প্রশাসনিক পদও প্রাপ্ত হতে পারে। সরকারি কাজ খুব সহজে হয়ে যায়।

সূর্যদেব কুণ্ডলীতে অশুভ স্থিতিতে থাকলে

সূর্যদেব কুণ্ডলীতে অশুভ স্থিতিতে থাকলে

সূর্যদেব যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে অশুভ স্থিতিতে থাকে তবে ব্যক্তি অহংকারী ও রাগী হয়। এর সঙ্গে ব্যক্তির পিতার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায়। যদি জন্মকুণ্ডলীতে সূর্য কোনও গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে তবে এটি হৃদযন্ত্র ও চোখ সম্পর্কিত রোগের জন্ম দেয়। অন্যদিকে বৃহস্পতি থেকে পীড়িত হলে জাতকের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

এই উপায়গুলি করুন

এই উপায়গুলি করুন

১)‌ জ্যোতিষ শাস্ত্র অনুসারে রবিবার তামা ও গম দান করা উচিত।

২)‌ প্রতিদিন আদিত্যহৃদয় স্ত্রোত্রের পাঠ করা উচিত।

৩) রোজ সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাম হ্রীম হ্রম সঃ সূর্যায় নমঃ জপ করুন। ‌

৪)‌ রবিবার করে ভগবান সূর্যের অস্ত যাওয়ার পর অশ্বত্থ গাছের নীচে চারমুখী প্রদীপ জ্বালান।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
Know how the Surya Mahadasha affects human life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X