For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুপূর্ণিমা ২০২১: অর্থ-যশ বাড়াতে ও শনির সাড়েসাতির প্রভাব কাটাতে কী কী করণীয়

গুরুপূর্ণিমা ২০২১: অর্থ-যশ বাড়াতে ও শনির সাড়েসাতির প্রভাব কাটাতে কী কী করণীয়

Google Oneindia Bengali News

গুরুকে ঈশ্বর রূপে পুজো করে বিশেষ দিন পালনের অনুষ্ঠানই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন একাধিক নিয়ম পালন করলে শোনা যায়, বহু সমস্যার সমাধান হতে পারে। শাস্ত্র মতে গুরু পূর্ণিমাতে ভাগ্যোদয়ও হয়। এমন এক বিশেষ দিনে সৌভাগ্য আসে। অন্যদিকে, ২০২১ সালের গুরু পূর্ণিমা পড়েছে শনিবার। এমন দিনে শনির সাড়েসাতি কাটানোর উপায়ও রয়েছে। দেখে নেওয়া যাক ,সেই সমস্ত উপায়।

 অর্থ-যশ পেতে কোন উপায়?

অর্থ-যশ পেতে কোন উপায়?

গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ করলে অর্থ-যশ আসতে থাকে। আর্থিক সমৃদ্ধি পেতে এমন দিনে দেবতাকে ধান ও দূর্বা দিয়ে পুজো করার পরামর্শও দিচ্ছেন বিভিন্ন শাস্ত্রজ্ঞরা।

গুরু পূর্ণিমায় দাম্পত্য কলহ কাটানোর উপায়

গুরু পূর্ণিমায় দাম্পত্য কলহ কাটানোর উপায়

এছাড়াও গুরু পূর্ণিমার দিন যে দাম্পত্যে কলহ রয়েছে, তাঁদের কলহ মেটাতে একাধিক পন্থা নেওয়া যেতে পারে। এমন দিনে একসঙ্গে যদি স্বামী স্ত্রী চাঁদ দেখেন,তাহলে কেটে যায় দাম্পত্য কলহ।

শনির সাড়েসাতি কাটানোর উপায়

শনির সাড়েসাতি কাটানোর উপায়

অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে গুরু পূর্ণিমার দিন বিশেষ ভাবে পুজো করলে, প্রসন্ন হন শনিদেব। ধনু মকর, কুম্ভ মিথুন , তুলা রাশির জাতকরা শনির সাড়ে সাতি কাটাকে এই উপায় অবলম্বন করতে পারেন। এমন দিনে প্রদীপ হাতে সাত বার অশ্বত্থ গাছ পরিক্রমা করলে কেটে যেতে পারে শনির সাড়েসাতি।

 কালো তিল দিয়ে শিবের পুজো

কালো তিল দিয়ে শিবের পুজো

গুরু পূর্ণিমার দিন কালো তিল দিয়ে শিবের পুজো করলেও কেটে যায় শনির সাড়ে সাতি। এছাড়াও দরিদ্রকে যদি গুরু পূর্ণিমার দিন কিছু সাহায্য করে থাকেন দান শস্য দিয়ে, তাহলেও বিপদ মুক্ত হতে পারেন।

Guru Purnima 2021: গুরুপূর্ণিমার দিন, তিথি ও তাৎপর্য একনজরেGuru Purnima 2021: গুরুপূর্ণিমার দিন, তিথি ও তাৎপর্য একনজরে

English summary
Guru Purnima 2021 , tips to get rid of shani sadesati and getting wealth , prosperity based on astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X