For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতির সঙ্গে জোরালো সম্পর্ক, সোনা হারানো শুভ নাকি অশুভ আসুন জেনে নিই

Google Oneindia Bengali News

সোনা অর্থাৎ স্বর্ণ সবথেকে দামী ধাতুগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মে শোনাকে এক পবিত্র ধাতু হিসাবে দেখা হয়ে থাকে। সোনার চমক সকলকে আকর্ষিত করে। বিশেষ করে মহিলাদের সোনা খুবই পছন্দের এক ধাতু। বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্রেও সোনা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি কি এটা জানেন যে সোনা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে তা কীসের ইঙ্গিত?‌ আসুন তবে জেনে নেওয়া যাক।

সোনার জ্যোতিষ মাহাত্ম্য

সোনার জ্যোতিষ মাহাত্ম্য

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সোনার সম্বন্ধ গুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। গুরুকে দেবগুরু বৃহস্পতিও বলা হয়ে থাকে। বৃহস্পতিকে শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটি জ্ঞান, প্রশাসন, উচ্চ পদ ও সুখ-সমৃদ্ধির কারক হিসাবেও মনে করা হয়।

সোনা হারিয়ে যাওয়া শুভ নাকি অশুভ

সোনা হারিয়ে যাওয়া শুভ নাকি অশুভ

সোনার সম্বন্ধকে সুখ-সমৃদ্ধির সঙ্গে যুক্ত করেও দেখা হয়। এটি হারানো শুভ বলে মনে করা হয় না। তাই সোনাকে সামলে রাখা খুব দরকার। শাস্ত্র মতে, সোনা হারানো দুর্ভাগ্যের লক্ষণ হতে পারে। এর সাথে, এটি বৃহস্পতি গ্রহের দুর্বল হওয়ার লক্ষণও হতে পারে। বৃহস্পতির দূর্বলতার কারণে জীবনে উচ্চ পদ পেতে অসুবিধা হয়। শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা চলে আসে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে ঝামেলা দেখা যায়। পেট সংক্রান্ত রোগ হতে পারে। সোনা হারিয়ে গেলে বৃহস্পতি গ্রহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারেন আপনি। এর সঙ্গে এই বিষয়গুলির সঙ্কেতও হতে পারে।

গলার সোনার হার হারানো

গলার সোনার হার হারানো

গলার সোনার হার হারিয়ে যাওয়ার অর্থ হল বৈভব কম হয়ে যাওয়ার সঙ্কেত।

সোনার বালা হারিয়ে যাওয়া

সোনার বালা হারিয়ে যাওয়া

সোনার বালা বা চুড়ি হারিয়ে যাওয়ার অর্থ মান-সম্মান কম হওয়ার সঙ্কেত এটি।

সোনার আংটি হারিয়ে যাওয়া

সোনার আংটি হারিয়ে যাওয়া

সোনার আংটি হারানো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।

নাকের সোনার নাকছাবি হারিয়ে যাওয়া

নাকের সোনার নাকছাবি হারিয়ে যাওয়া

সোনার নাকছাবি হারিয়ে গেলে তা অপযশ পাওয়ার সঙ্কেত বলে মনে করা হয়।

কানের দুল হারানো

কানের দুল হারানো

কানে থাকা সোনার দুল যদি হারিয়ে যায় তাহলে কোনও অশুভ সংবাদ পাওয়ার ইঙ্গিত রয়েছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

রাতে শোওয়ার আগে অবশ্যই করুন এই কাজ, কখনও অর্থাভাব থাকবে নারাতে শোওয়ার আগে অবশ্যই করুন এই কাজ, কখনও অর্থাভাব থাকবে না

English summary
Let's find out whether losing gold is bad or good
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X