For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে অশান্তি অথবা আর্থিক অনটন!‌ শারদীয় নবরাত্রিতে করুন এই উপায়, ফল পাবেন দ্রুত

Google Oneindia Bengali News

শারদীয়া নবরাত্রির শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। এই নয় দিন মা ভগবতীর উপাসনা করার জন্য হয় আর মা ভগবতী কখনও তাঁর ভক্তদের নিরাশ করেন না। ২৭ সেপ্টেম্বর ২০২২ থেকে শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাবে আর প্রতিপদের দিন কলসের স্থাপনা করার সঙ্গে সঙ্গে নবরাত্রির উৎসব শুরু হয়ে যাবে। নবরাত্রির এই ন'‌দিন শক্তিতে ভরপুর থাকে। এই দিনগুলিকে খুব শুভ বলে মনে করা হয় এবং এই সময় নিজের মানুষগুলিকে শক্তি দিয়ে জোড়ার সময়। মা শক্তিস্বরূপ এবং তাঁর আরাধনা করে নিজেকে শক্তিশালী করতে পারেন। এই সময় এমন কোনও কাজ করতে নেই যেটায় শক্তি ক্ষয় বা হ্রাস হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক যে নবরাত্রির এই পবিত্র দিনগুলোতে কীরকম সদউপায় করা যায়। কথিত আছে যে এই সময় মায়ের কাছে ভক্তরা ভালো মনে যেটাই চায় সেটা অবশ্য পূরণ করে মা।

ঘরের অশান্তি দূর করতে হলে এই মন্ত্রের সঙ্গে আহুতি দিন

ঘরের অশান্তি দূর করতে হলে এই মন্ত্রের সঙ্গে আহুতি দিন

আপনার ঘরে বা পরিবারে অশান্তি দেখা দিএ, যার জন্য আপনি সর্বদা চিন্তায় থাকেন, এই নবরাত্রির অষ্টমী বা নবমীতে বিধি-বিধানের সঙ্গে যজ্ঞ করুন, আর এর সঙ্গে '‌সব নর করহি পরস্পর প্রীতি, চলহি স্বধর্ম নিরত শ্রুতি নীতি'‌ এই মন্ত্র ১০৮ বার উচ্চারণ করে আহুতি দিলে ঘরে নিশ্চিতরূপে শান্তি ফিরে আসবে। ঘরে প্রতিদিন কমপক্ষে ২৭ বার এই মন্ত্রের জপ করুন আর সম্ভব হলে পরিবারের অন্যান্য সদস্যদের দিয়েও জপ করান। এরকম করলে পরিবারের আবহাওয়া খুব দ্রুত বদলে যাবে।

এই উপায়ে দূর হবে আর্থিক সঙ্কট

এই উপায়ে দূর হবে আর্থিক সঙ্কট

অর্থলাভ করার জন্য নবরাত্রির অষ্টমী বা নবমী তিথিতে পরিষ্কার জায়গায় উত্তর দিকে মুখ করে আসনে বসুন। নিজের সামনে চালের স্তুপ বানিয়ে তার ওপর শ্রীযন্ত্র রাখুন। শ্রীযন্ত্রের সামনে তেলের দু'‌টি প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। পুজোর সময় শ্রীযন্ত্রকে পুজোর জায়গায় স্থাপন করে দিন। বিশ্বাস করুন আপনার আর্থিক অনটন ধীরে ধীরে দূরে চলে যাবে এবং আপনি শীঘ্রই অর্থলাভ করবেন। এই উপায় করলে ব্যক্তির দরিদ্রতাও নাশ হয়ে যাবে।

মনোস্কামনা পূরণের জন্য অষ্টমীর দিন করুন এই কাজ

মনোস্কামনা পূরণের জন্য অষ্টমীর দিন করুন এই কাজ

মনস্কামনা পূর্তির জন্য অষ্টমী তিথির দিন শিবমন্দিরে গিয়ে ওই চত্ত্বর পরিষ্কার করুন এবং শিবলিঙ্গে সবচেয়ে প্রথমে জলাভিষেক, এরপর দুধ, দই, ঘি, মধু ও এইসব জিনিস অর্পণ করে অভিষেক করুন, মহাদেবের শৃঙ্গার পুরো মন থেকে করুন, এরপর ভোলেবাবাকে স্মরণ করুন। এইদিন রাতে মন্দিরে বা ঘরে ছোট করে যজ্ঞ করুন, যেখানে ওম নমঃ শিবায়-এর জপ করতে করতে ঘিয়ের আহুতি দিন ১০৮ বার। এরপর ৪০ দিন পর্যন্ত নিত্য ওম নমঃ শিবায়-এর রুদ্রাক্ষ বা স্ফটিকের মালা দিয়ে পাঁচ মালার জপ ঘরের মধ্যে করুন। এরকম করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

ঘটস্থাপনের সময়

ঘটস্থাপনের সময়

পঞ্চাঙ্গ অনুসারে, আশ্বিন শুক্লপক্ষ প্রতিপদ তিথি শুরু ২৭ সেপ্টেম্বর ভোর ৩টে ২৪ মিনিটে। ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০টা ১৯ মিনিট পর্যন্ত ঘটস্থাপনের শুভ সময় রয়েছে। অভিজিৎ মুহুর্ত সকাল ১১.৫৪ থেকে দুপুর ১২.৪২টা পর্যন্ত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ভালো নাকি খারাপ!‌ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কেমন যাবে জেনে নিন ট্যারো কার্ড অনুযায়ীভালো নাকি খারাপ!‌ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কেমন যাবে জেনে নিন ট্যারো কার্ড অনুযায়ী

English summary
Do these remedies during Sharadiya Navaratri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X