For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশহরা ২০২১ এর তারিখ-সময়-তিথি একনজরে , জানুন দিনটির তাৎপর্য

  • |
Google Oneindia Bengali News

দশহরা মূলত হিন্দুদের একটি বড় উৎসব। বিভিন্ন পার্বণের মধ্যে এই উৎসব রীতিমতো তাৎপর্যবাহী। গঙ্গা পুজোর আরও এক নাম এই দশহরা। প্রতিবছরই এই সময় প্রবল বৃষ্টি দেখা যায়, শাস্ত্র মতে শোনা যায় এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সাপের বংশবৃদ্ধি। একনজরে দেখা যাক দশহরা কবে?

 দশহরা কবে?

দশহরা কবে?

২০ জুন ২০২১ সালে পড়েছে গঙ্গা দশহরা। রবিবারের এই দিনটি হিন্দু মতে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বহু মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই তিথি ঘিরে বেশ কিছু রীতি প্রচলিত রয়েছে।

দশহরার তিথি

দশহরার তিথি

২০ জুন গঙ্গা দশহরা পালিত হবে। ১৯ জুন সন্ধ্যে ৬:৪৫ মিনিট নাগাদ এই তিথি শুরু হবে। শেষ হবে ২০ জুন বিকেল ৪:২১ মিনিটে। হশতা নক্ষত্রের সময়কাল শুরু হবে ১৮ জুন রাত ৯:৩৮ মিনিটে, শেষ হবে ১৯ জুন সন্ধ্যে ৮:২৯ মিনিটে।

বিশেষ যোগ

বিশেষ যোগ

ব্যাতীপাতা যোগ দশহরার একটি বিশেষ যোগ। ১৭ জুন সেই যোগ ২০২১ সালে শুরু হবে। আর সেদিনের সূচি অনুযায়ী মধ্যরাত ১২:২৯ মিনিট থেকে তা শুরু হবে। শেষ হবে ১৮ জুন বেলা ১২:২৬ মিনিটে।

গঙ্গা পুজোর দিন

গঙ্গা পুজোর দিন

এমন এক দিনে গঙ্গাকে বিশেষ রূপে পুজো করা হয়। বহু ভক্তই এমন দিনে গঙ্গা পুজো করে থাকেন। গঙ্গা দশেরা শাস্ত্র মতে একটি শুভ দিন। এমন দিনে কোনও দামী জিনিস কেনা বা গৃহপ্রবেশের মতো পদক্ষেপ শুভ ফল দিতে পারে বলে মনে করা হয়।

English summary
Ganga Dussehra 2021 , know date, time and significance according to astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X