For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ চতুর্থী ২০২০: দুঃসময় কাটাতে, পরিশ্রমের যোগ্য ফল পেতে কিছু টিপস শাস্ত্রমতে

গণেশ চতুর্থী ২০২০: দুঃসময় কাটাতে, পরিশ্রমের যোগ্য ফল পেতে কিছু টিপস শাস্ত্রমতে

  • |
Google Oneindia Bengali News

গণপতি বাপ্পা মোরিয়া! .. এই উচ্ছ্বাস-ধ্বনি শুনতে মাঝে মাত্র আর কয়েকদিন। শিঙার শব্দে নাকাড়ার তালে গণেশবন্দনার দিন আসছে সামনেই। তবে ২০২০ গণেশ চতুর্থীর আগে চোখ রাখা যাক , কিছু বিশেষ টোটকায়, যা শাস্ত্র মতে করলে বহু বাধা, বিপদ কেটে যাবে বলে দাবি, শাস্ত্রজ্ঞদের।

প্রসাদে অবশ্যই রাখুন ...

প্রসাদে অবশ্যই রাখুন ...

গণপতির প্রসাদে মোদক রাখার কথা অনেকেই শুনেছেন! তবে জানেন কি গণপতিকে তুঙ্গ করে নিজের পরিশ্রমের যোগ্য় ফল লাভ করতে গেলে, প্রসাদের থালায় অবশ্যই রাখতে হয় চাল?হ্যাঁ! শাস্ত্রজ্ঞরা বলছেন, জলে ধুয়ে অল্প কিছু চাল গণেশকে অর্পণ করুন, তাতে ফল মিলবে হাতেনাতে!

 পুজোর থালায় কী রাখবেন?

পুজোর থালায় কী রাখবেন?

পুজোর থালায় অবশ্যই রাখুন সিঁদুর। সিঁদুর দিয়ে গণেশ পুজো করলে নেতিবাচক শক্তি উবে যায় গৃহস্থে আসে ইতিবাচক শক্তি।

 দূর্বা

দূর্বা

পুজোর থালায় অবশ্যই রাখুন দূর্বা ঘাস। এই ঘাস দিয়ে গণেশ পুজোয় সিদ্ধিলাভের পরিমাণ বেড়ে যায়। শাস্ত্র মতে ২১ টি গাঁটের দূর্বাঘাস এই পুজোয় অর্পণ করতে হয়।

শঙ্খ

শঙ্খ

পুজোর সময় শাঁখ সমস্ত বাঙালি ঘরেই বাজে। তবে পুজোর থালায় গণেশ আরতির সময়ও শাঁখ রাখতে বলছেন শাস্ত্রজ্ঞরা। এতে মনের ইচ্ছা পূরণ হয় বলে দাবি তাঁদের।

প্রসাদে কোন ফল?

প্রসাদে কোন ফল?

প্রসাদের থালায় গণেশকে তুষ্ট করতে রাখুন কলা। কলা দিয়ে গণেশ পুজো করলে, তার ফল খুব ভালো হয়। এতে জীবনেও শুভ ফল লাভ হয়।

মোদক

মোদক

গণেশ পুজোয় অবশ্যই থালায় রাখুন মোদক। হলুদ মোদকে গণেশ তুষ্ট হলেই, জীবনে বৃহস্পতির প্রভাবে সম্পত্তি ও সৌভাগ্য বাড়তে থাকে।

গণেশ চতুর্থী ২০২০: পুজোর সময়কাল, তারিখ, দিনক্ষণ জেনেনিন একনজরেগণেশ চতুর্থী ২০২০: পুজোর সময়কাল, তারিখ, দিনক্ষণ জেনেনিন একনজরে

English summary
Ganesh Chaturthi 2020: 7 things that is neccesary for worship will evade problem from life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X