For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন গণেশ চতুর্থীতে বাড়িতে গণপতির আরাধনা করবেন ভাবছেন! পূজার সময়-তিথি জেনে নিন

উৎসবের মরশুমে আপাতত গা ভাসাতে চলেছে দেশবাসী। জন্মাষ্টমীর পর এবার গণেশ চতুর্থীকে ঘিরে ক্রমেই সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। আসন্ন গণেশ চতুর্থীতে অনেকেই ঘরে গণেশ বন্দনা করবেন বলে ঠিক করে রেখেছেন।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমে আপাতত গা ভাসাতে চলেছে দেশবাসী। জন্মাষ্টমীর পর এবার গণেশ চতুর্থীকে ঘিরে ক্রমেই সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। আসন্ন গণেশ চতুর্থীতে অনেকেই ঘরে গণেশ বন্দনা করবেন বলে ঠিক করে রেখেছেন। তবে তার আগে জেনে নিতে হবে ২০১৮ সালে গণেশ চতুর্থীর দিনক্ষণ তারিখ কবে পড়ছে।

কতদিন পুজো চলবে?

কতদিন পুজো চলবে?

কাশীর পণ্ডিত দিবাকর শাস্ত্রীর মতে আসন্ন গণেশ চতুর্থীর দিনটি শুভ। ২০১৮ সালে গণেশ পূজা চলবে ১৩ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর পূজা উপলক্ষ্য়ে ক্রমেই সাজছে মুম্বই থেকে হায়দরাবাদ।

পূজার মুহূর্ত

পূজার মুহূর্ত

আগামী ১৩ সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থী । ২৩ সেপ্টেম্বর পড়ছে অনন্ত চতুর্দশী , যেদিন গণেশ বিসর্জন হবে। এই সময়কালে মধ্যাহ্নকালে পূজার সময় সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত।

 চতুর্থীর দিনের পূজা বিধি

চতুর্থীর দিনের পূজা বিধি

মধ্যাহ্ন সময়কালে গণেশ চতুর্থীর পূজার সময়কালকেই মূলত গণেশ পূজার উপযুক্ত সময় হিসাব মনে করা হয়। ভাদ্রমাসের শুক্লপক্ষে এই পূজা করলে ঘরে আসে সমৃদ্ধি, মেলে সর্বকাজে সিদ্ধি। এমনই মত শাস্ত্রজ্ঞদের।

গণেশ চতুর্দশীর আরম্ভ ও শেষের তিথি

গণেশ চতুর্দশীর আরম্ভ ও শেষের তিথি

২০১৮ সালের ১২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ :০৭ মিনিট থেকে পড়ছে চতুর্থীর তিথি। পরদিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২:৫১ মিনিট পর্যন্ত তা চলবে।

English summary
Ganesh chaturthi 2018 , know date and puja timing .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X