For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবছরের গণেশ চতুর্থীতে ধন-সম্পত্তি বাড়িয়ে তুলতে দূর করুন বাস্তুদোষ, জেনে নিন উপায়

আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই গোটা গণেশ চতুর্থী উদযাপনে মেতে উঠবে। ১৩ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিন আলোর রোশনাইয়ে সাজবে মুম্বই থেকে হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই গোটা গণেশ চতুর্থী উদযাপনে মেতে উঠবে। ১৩ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিন আলোর রোশনাইয়ে সাজবে মুম্বই থেকে হায়দরাবাদ। ভক্তদের দুঃখ হরণকারী দেবতা গণেশের আরধনা ঘিরে প্রস্তুতি নিচ্ছে মুম্বইয়ের লালবাগ থেকে সিদ্ধিবিনায়ক মন্দির। এদিকে, সিদ্ধিদাতার আরাধনা উপলক্ষ্যে অনেকেই ঘরে আনবেন গণেশ মূর্তি। ঘরে ঘরে পালিত হবে এই পূজা। পূজা ঘিরে কয়েকটি বাস্তু টিপস জেনে নিন।

[আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস][আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস]

সুখ-সমৃদ্ধি-প্রগতির জন্য

সুখ-সমৃদ্ধি-প্রগতির জন্য

যদি ঘরের মূল দরজার সামনে একদন্ত গণেশের ছবি বা মূর্তি লাগানো হয়, তাহলে তা গৃহস্থে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। ওই দেওয়ালর ঠিক উল্টো দিকেও যদি গণেশের মূর্তি লাগিয়ে রাখেন, তাহলেও তা বাড়ির জন্য মঙ্গলদায়ক। লক্ষ্য রাখতে হবে গণেশের পিঠ যেন দেওয়ালের দিকে থাকে।

[আরও পড়ুন:আসন্ন গণেশ চতুর্থীতে বাড়িতে গণপতির আরাধনা করবেন ভাবছেন! পূজার সময়-তিথি জেনে নিন][আরও পড়ুন:আসন্ন গণেশ চতুর্থীতে বাড়িতে গণপতির আরাধনা করবেন ভাবছেন! পূজার সময়-তিথি জেনে নিন]

কোথায় রাখবেন গণেশের মূর্তি?

কোথায় রাখবেন গণেশের মূর্তি?

গণেশের পূজার জন্য় স্থাপিত মূর্তির মুখ অবশ্যই যেন দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে থাকে। সেটি না হলে তার বিপরীত প্রভাব পড়ে। এমনিতে গণেশের ছবি বাড়ির যেকোনও দিকেই লাগানো যায়, তবে পূজার জন্য প্রতিষ্ঠিত গণেশ যেন সবসময়ে দক্ষিণমুখী হয় সেদিকে নজর রাখতে হবে।

 বাড়ির কোথায় রাখবেন গণেশকে?

বাড়ির কোথায় রাখবেন গণেশকে?

ভবনের মূল জায়গায় গণেশের মূর্তি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে তাইলে সাদা রঙের গণেশ ঘরে রাখুন। এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র।

সিন্দুরী গণেশ

সিন্দুরী গণেশ

সর্বমঙ্গলের জন্য লাল রঙের গণেশ উপযুক্ত। এই গণেশ মূর্তিতে শুঁড় যেন বাঁদিক ঘেঁষে থাকে, সেদিকে নজর করতে হবে। এই গণেশের মূর্তি পূজা, গৃহস্থের জন্য বেশ আকর্ষণীয়। এতে বাস্তুদোষ কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

লাড্ডু

লাড্ডু

গণেশের পূজায়লাড্ডু অর্পণ না করলে, সেই পূজা একেবারেই সম্পন্ন হয় না। মনে করা হয় গণেশ তুষ্ট হলেই সেই গৃহস্থ থেকে দূর হয় বাস্তুদোষ। ঘরে আসে ধন-সম্পত্তি সমৃদ্ধি ।

English summary
Ganesh Chaturthi 2018, here are some vastu tips for prosperity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X