For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সালে প্রথম চন্দ্রগ্রহণ কখন হতে চলেছে, জেনে নিন দিনক্ষন, সময়

২০২২ সালে প্রথম চন্দ্রগ্রহণ কখন হতে চলেছে, জেনে নিন দিনক্ষন, সময়

  • |
Google Oneindia Bengali News

২০২২ সাল অর্থাৎ নতুন বছর পরতে না পরতেই কেটে যাচ্ছে প্রায় ২ মাসের কাছাকাছি।আর চলতি বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ প্রক্রিয়াও শুরু হতে চলেছে। অনেকেই আছেন কোন সময়ে কখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তা জানার ইচ্ছা প্রবল।সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝখানে আসে তখন শুরু হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে এবং সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। আর এই সময়ে বিশ্বে রাহু-কেতুর প্রভাব পরে। আর এই গ্রহনকালে শুভ করা উচিত নয়। ভালো কাজে এই সময় ব্যাঘাত ঘটে। এই সময়ে বিশ্ব সূর্যকে আংশিক ঢেকে নিলে চাঁদকে পুরো দেখা যায় না, দেখা যায় আংশিক, একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। আর যখন পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদকে পুরোপুরি দেখা যায় না তাঁকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে।

গ্রহণের সময় কী কী বিষয়ের ওপর নজর দেওয়া দরকার

গ্রহণের সময় কী কী বিষয়ের ওপর নজর দেওয়া দরকার

আর চন্দ্রগ্রহণের সময় অনেক বিষয়ে সতর্ক থাকা দরকার। গর্ভবতী মহিলাদের এই সময়ে বাইরে না রেরোনোই ভালো। সেই সঙ্গে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া ভালো। কারণ এই গ্রহণ কালে সদ্য জাত শিশুর ওপর বিশেষ কুপ্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা অনুসারে জানা গিয়েছে, চলতি বছরে দুটি চন্দ্রগ্রহণ হবে। জেনে নিন চন্দ্রগ্রহণের তারিখ ও সময়।

১৬ মে প্রথম চন্দ্রগ্রহণ শুরু

১৬ মে প্রথম চন্দ্রগ্রহণ শুরু

জ্যোতিষশাস্ত্র অনুসারে চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের ১৬ মে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। ভারত সহ অন্যান্য দেশে দেখা যাবে এটি। এটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ৭টা ০২ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ২০ মিনিটে।

৮ নভেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু

৮ নভেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু

চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৮ নভেম্বর হবে বলে জানা গিয়েছে। এটিও কিন্তু ভারত ছাড়াও অন্যান্য দেশে দেখা যাবে। এবার পূর্ণ চন্দ্রগ্রহণের কারণে এতেও সূতক বৈধ হবে জানা গিয়েছে। সময় শুরু হবে দুপুর ১টা ৩২ মিনিটে। সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে।

সূর্যের গোচরের ফলে ১৫ মার্চ পর্যন্ত এই রাশির জাতকরা বিশেষ লাভ পাবেনসূর্যের গোচরের ফলে ১৫ মার্চ পর্যন্ত এই রাশির জাতকরা বিশেষ লাভ পাবেন

English summary
first lunar eclispe of 2022 know the date time according to astrology in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X