For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণের সময় জেনে নিন কি করবেন আর কি করবেন না

উপচ্ছায়া চন্দ্রগ্রহণের সময় জেনে নিন কি করবেন আর কি করবেন না

Google Oneindia Bengali News

২০২০ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুন অর্থাৎ শুক্রবার৷ এর আগে চন্দ্রগ্রহণ দেখা যায় এ বছরের শুরুতে, জানুয়ারি মাসে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ এর সাক্ষী থাকতে পারবেন আপনি৷ ৫ এবং ৬ জুনের মধ্যবর্তী রাতে এই গ্রহণ হবে বলে জানা গিয়েছে। তবে বিশ্ববাসী পেনুব্রাল (‌উপচ্ছায়া)‌ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে পারবেন।

 উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কি

উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কি

পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই চন্দ্রগ্রহণের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পৃথিবী, চাঁদ ও সূর্য সরলরেখায় না থাকলে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢাকতে পারে না। এই ধরণের গ্রহণকে বলা হয় পেনুব্রাল বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। যা শুক্রবার দেখা যাবে।

 চন্দ্রগ্রহণের সময়

চন্দ্রগ্রহণের সময়

ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩ ঘণ্টা ১৮ মিনিটের জন্য। যা শুরু হবে ৫ জুন রাত ১১টা ১৫ মিনিট থেকে এবং শেষ হবে ৬ জুন ভোর ২টো ৩৪ মিনিটে। গ্রহণের প্রভাব সবথেকে বেশি স্পষ্ট দেখা যাবে রাত ১২টা ৫৪ মিনিটে৷ অর্থাৎ ৫ জুন শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৬ জুন৷

খালি চোখে দেখলে অসুবিধা নেই

খালি চোখে দেখলে অসুবিধা নেই

খালি চোখে গ্রহণ দেখতে পারেন, তাতে কোনও চোখের সমস্যা হয় না৷ তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে স্বাভাবিক ভাবেই তা আরও বেশি স্পষ্ট হবে ও দেখতে ভাল লাগবে৷ যেমন জানা যাচ্ছে যে এবারে হবে উপচ্ছায়া গ্রহণ৷ তাই চাঁদের আকারের কোনও পার্থক্য খুব বেশি বোঝা যাবে না৷ শুধুমাত্র চাঁদের রং একটু হাল্কা লাগবে৷

পুরাণ অনুসারে চন্দ্রগ্রহণের কিছু নিয়ম

পুরাণ অনুসারে চন্দ্রগ্রহণের কিছু নিয়ম

যদিও ভারতীয় পুরাণ অনুসারে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে এই চন্দ্র গ্রহণের সময়। বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে হয়। এটি গ্রহণের ফলে নেতিবাচক শক্তির ক্ষতিকারক প্রভাব হ্রাস করে। অনেকে আবার খাবারের মধ্যে তুলসি পাতা দিয়ে দেয় এবং দান করেন। বিপরীতে, গ্রহণের সময় কাঁচা খাবার গ্রহণ করা উচিত নয়। ভারতে, জনপ্রিয় ঐতিহ্যগুলিম মধ্যে জনপ্রিয় হল গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয় তাই বাইরে না বেড়নোর পরামর্শ দেওয়া হয়।

চন্দ্রগ্রহণ ৫ জুন: আপনার জীবনের মোড় কোনদিকে যাবে! বলে দিচ্ছে রাশিফল চন্দ্রগ্রহণ ৫ জুন: আপনার জীবনের মোড় কোনদিকে যাবে! বলে দিচ্ছে রাশিফল

English summary
Unless the earth, moon, and sun are in a straight line, the earth's shadow cannot completely cover the moon. This type of eclipse is called penubral . Which will be seen on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X