For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাল–নীল–হলুদ–সবুজ, বাস্তুমতে কোন রঙের গুরুত্ব কী জেনে নিন

লাল–নীল–হলুদ–সবুজ, বাস্তুমতে কোন রঙের গুরুত্ব কী জেনে নিন

Google Oneindia Bengali News

রঙ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রঙই নিজের নিজের জায়গায় সুন্দর। তবে তা সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলে তা অবশ্যই জানা জরুরি। আচার্য ইন্দু প্রকাশ জানিয়েছেন যে বাস্তুশাস্ত্রে বিভিন্ন ধরনের রঙের গুরুত্ব রয়েছে। বিভিন্ন রঙ ভিন্ন ভিন্ন জিনিসের প্রতীক এবং তাদের ব্যবহারও আলাদা। ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার জানা থাকলে কোন রঙ চাকরি এবং সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে তা বুঝতে পারবেন।

হলুদ রঙ

হলুদ রঙ

প্রথমেই হলুদ রঙের কথা ধরা যাক। হলুদ রঙ মহাকর্ষের প্রতীক। এটি বুদ্ধির ক্ষমতা বৃদ্ধি করে এবং এই রঙটি বাতের ক্ষেত্রে উপকারী। যে কোনও অশুভত্বকে নাশ করে বলে সর্ববিঘ্নহন্তা গণপতির পরিচ্ছদ হলুদ বর্ণের। একই কারণে শ্রীবিষ্ণুও হলুদ পরিচ্ছদ পরেন।

সুবুজ রঙ

সুবুজ রঙ

সবুজ রঙ হল শান্ত থাকার প্রবণতা ও খুশির প্রতীক। এই রঙ হৃদরোগের ক্ষেত্রে সহায়ক। মানসিক শান্তি দেয় সবুজ। যে কোনও উদ্বেগকে দূর করে। কর্মক্ষেত্রে প্রবল উৎসাহ এনে দেয়। রোগমুক্তিতে সহায়ক। এই রং আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং আলস্য কাটায়।

লাল রঙ

লাল রঙ

এটি একটি উদ্দীপক রঙ এবং নিম্ন রক্তচাপকে সঠিক রাখতে সাহায্য করে। শৌর্য, তেজস্বিতা, বিজয়, পরাক্রম, গৌরব ও যশের কারক হল লাল। লাল রঙকে নির্দেশ করে মঙ্গল।

গোলাপি রঙ

গোলাপি রঙ

গোলাপি রঙ শারীরিক সমস্যা হ্রাস করে। এই রঙ দুর্বলতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।

English summary
find out the importance of colour in the vastu shastra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X