সঙ্গীর বিবাহ বহির্ভূত সম্পর্কের টের পাচ্ছেন নাকি! সমস্যা কাটানোর কয়েকটি বাস্তুটিপস
দাম্পত্য তখনই সুখের হয়, যখন একের প্রতি অপরের বিশ্বাস দৃঢ় হয়। বিশ্বাসে চিড় ধরলেই শুরু হয়ে যায় সমস্যা। আর সেই সমস্যার জের সুদুরপ্রসারী। অনেক ক্ষেত্রেই দাম্পত্য সুখে সমস্যা তুঙ্গে থাকে আর তা হয় বিবাহ বহির্ভূত সমস্যার জেরে। তবে বাস্তুশাস্ত্র বলছে, এমন সমস্যা কাটানোর উপায় রয়েছে। বেশ কিছু পন্থা অবলম্বন করলে এই সমস্যা কাটানো যায় বলে দাবি শাস্ত্রের।

বিছানার পাশে ফুল
কোনও রকমের কাঁটাগাছ বা কাঁটা যুক্ত ফুল বেডরুমে না সাজানোর পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এর ফলে দাম্পত্যের সম্পর্কে সমস্যা তৈরি হয়।
[আরও পড়ুন:কানের আকার বলে দিতে পারে মানুষের চরিত্র! জানুন এই বিশেষ শাস্ত্র কী বলছে]

সিঁড়ির তলার ঘর
সিঁড়ির নিচের কোনও ঘরকে বেডরুম হিসাবে ব্যবহার করবেন না। বাস্তুশাস্ত্রবিদরা এমনই পরামর্শ দিচ্ছেন। এর ফলে সম্পর্কে বেশ কিছুটা নেতবিচাক প্রভাব পড়ে। পাশাপাশি সিঁড়ির নিচে বেশি সময় অতিবাহিত করা ভালো নয় বলেও জানান বাস্তুশাস্ত্রবিদরা।
[আরও পড়ুন:কাদের বিশ্বাস করে মনের গোপন কথা বলতে পারা যাবে! জেনে নিন এক সহজ উপায়ে]

বিছানার সংখ্যা
বেডরুমের মধ্যে একাধিক খাট থাকা ভালো নয়। এমনই দাবি বিভিন্ন বাস্তুশাস্ত্রবিদদের। এর ফলে দাম্পত্য সমস্যা বেড়ে যায়।

আয়না
বেডরুমের মধ্যে কোনওভাবেই আয়না রাখবেন না। এতে দুটি মানুষের মধ্যে যেমন জন্ম নেয় দাম্পত্য কলহ , তেমন শুরু হয় সমস্যা।

বেডরুম কেমন হবে?
সবচেয়ে বড় বিষয় হল শোয়ার ঘরের সিলিং-এ থাকতে পারবে না কোনও বিম। যার ফলে ব্যক্তির মধ্যে চিন্তার সঞ্চার হয়। শুধু তাই নয়, এতে বিভিন্ন রকমের দাম্পত্য সমস্যার সঞ্চার হয়।

বিছানার তলায় জিনিস রাখা যাবে ?
যে বিছানায় ঘুমোতে যান, সেটির নিচে যেন কোনও রকমের জিনিসপত্র না রাখা থাকে। জিনিসপত্র খাটের তলায় রাখলে তা ঘুমের যেমন প্রভাব পড়ে, তেমন ব্যক্তির জীবনেও প্রভাব ফেলে।