For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাত থেকে এই জিনিসগুলি পড়ার অর্থ অশুভ, পরিবারে হতে পারে অশান্তি, জানুন মুক্তির উপায়

Google Oneindia Bengali News

প্রতিদিনের কাজ করতে করতে কখনও কখনও আমাদের হাত থেকে কিছু না কিছু জিনিস পড়ে যায়। যদিও এর মধ্যে কোনও বিশেষ কিছু নেই তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমন বিশেষ কিছু জিনিস রয়েছে, যেগুলি হাত থেকে পড়ে যাওয়ার অর্থ হল অশুভ কিছু ঘটা। কথিত আছে যে এই জিনিসগুলি হাত থেকে পড়ে গেলে কোনও না কোনও অঘটন ঘটবেই। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী এবং সেগুলি পড়ে গেলে কী ইঙ্গিত দেয়।

হাত থেকে প্রসাদ পড়ে যাওয়া

হাত থেকে প্রসাদ পড়ে যাওয়া

অনেকবার আমাদের হাত থেকে প্রসাদ পড়ে যায়। জ্যোতিষ মতে, এটার সঙ্কেত হল আমাদের কোনও মনের কোনও ইচ্ছা পূর্ণ হতে হতেও অপূর্ণ থেকে যাবে। এর আরও একটি অর্থ এই যে ভগবান আমাদের ওপর রুষ্ট। যার প্রভাব আমাদের ওপর পড়বে এবং বাড়িতে অশান্তি বাড়বে। এর থেকে বাঁচার উপায় হল মাটিতে প্রসাদ পড়ে গেলেও তা তৎক্ষণাত মাটি থেকে উঠিয়ে মাথায় ঠেকান। ওই প্রসাদকে প্রবাহিত জলে অথবা পরিষ্কার জলে ভাসিয়ে দিন, যাতে প্রসাগের অপমান না হয়।

ভগবানের মূর্তি মাটিতে পড়ে যাওয়া

ভগবানের মূর্তি মাটিতে পড়ে যাওয়া

হাত থেকে ভগবানের মূর্তি মাটিতে পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। এর অর্থ পরিবারে কোনও সঙ্কট আসতে চলেছে। এতে পরিবারে অশান্তিও বাড়তে পারে। বাড়িতে দরিদ্রতা চলে আসতে পারে। সব ধরনের বিপদ থেকে বাঁচার জন্য ভাঙা মূর্তিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা মাটি খুঁড়ে সেখানে সম্মানের সঙ্গে সেই মূর্তিকে পুঁতে দিন। এতে আপনি মূর্তি ভাঙার দোষ থেকে বেঁচে যাবেন।

হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া

হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া

সিঁদুর যে কোনও মহিলার স্বামীর লম্বা আয়ুর প্রতীক বলে মানা হয়। অনেক সময়ই বিবাহিত মহিলাদের হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যায় মাটিতে। জ্যোতিষ মতে এই পরিস্থিতির অর্থ হল স্বামীর জীবনের ওপর কোনও সঙ্কট আসতে চলেছে। যদি আপনার সঙ্গেও এরকম কিছু ঘটে থাকে তবে নীচে পড়ে থাকা সিঁদুর কখনও ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না। বরং কোনও পরিষ্কার কাপড় দিয়ে ওই সিঁদুরগুলিকে একত্রিত করে তাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর সঙ্গে দুর্গা মার কাছে স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করা উচিত।

জলে ভর্তি পাত্র হাত থেকে পড়লে

জলে ভর্তি পাত্র হাত থেকে পড়লে

অনেক সময়ই আমাদের হাত থেকে জলে ভরা পাত্র মাটিতে পড়ে যায়। এই বিষয়টিকেও শুভ বলে মনে করা হয় না। হিন্দু ধর্ম শাস্ত্র মতে এর অর্থ হল দেবী-দেবতা ও পূর্বপুরুষরা আপনার ওপর রেগে রয়েছেন এবং তাঁদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সঙ্কেত দিচ্ছেন। আপনি যদি এই সঙ্কেতগুলির দিকে দৃষ্টি না দেন তবে আপনার সমস্যা বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে পূর্বপুরুষের জন্য যজ্ঞ করে তাঁদের জন্য আলাদা করে প্রসাদ তৈরি করে অর্পণ করুন এবং তাঁদের কাছে হাতজোড় করে পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা করুন।

হাত থেকে পুজোর প্রদীপ পড়ে যাওয়া

হাত থেকে পুজোর প্রদীপ পড়ে যাওয়া

ভগবানের পুজো করার সময় প্রদী প জ্বালানো সনাতন ধর্মের অনির্বায পরম্পরা বলে মানা হয়। অনেক সময় পুজোর পর আমাদের হাত থেকে জ্বলন্ত প্রদীপ পড়ে যায়। এরকমভাবে প্রদীপের নীচে পড়ে যাওয়া কোনও অনিষ্ট কিছু হওয়ার সঙ্কেত। এর অর্থ আপনার সঙ্গে বা পরিবারের সঙ্গে কিছু অঘটন ঘটতে চলেছে। জ্যোতিষে এর উপায় স্বরূপ বলা হয়েছে যে এরকম হলে আপনি দ্বিগুণ প্রদীপ জ্বালিয়ে ইশ্বরের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
If these things fall from the hand, it indicates something inauspicious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X