For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! এইসব দোষ ত্যাগ না করলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

সাবধান! এইসব দোষ ত্যাগ না করলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

Google Oneindia Bengali News

প্রতিটি মানুষের জীবনে প্রধান লক্ষ হল আর্থিক পক্ষ মজবুত করে রাখা। আর তার জন্য ধন-সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা সবাই পেতে চান। মা লক্ষ্মীর আশীর্বাদে যেকোনো সুযোগ সুবিধা লাভ করতে পারেন সকলেই। লক্ষ্মী লাভের আশা করতে কে না চান। কিন্তু এই বিষয়ে অনেক সময় সৃষ্টি হয় নানা রকমের বাঁধা বিপত্তির। কিন্তু মানুষের এমন কিছু কিছু খারাপ অভ্যাস আছে যার জন্য হাজার চেষ্টা করার পরেও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় না। অনেকেই আছেন যারা নিজেদের জীবনে সব রকম প্রয়াস করার পরেও আশানুরূপ ধন সম্পত্তির অধিকারী হতে পারেন না। দেখে নেওয়া যাক 'অর্থশাস্ত্র' অনুযায়ী কোন কোন বিষয় আছে যা ধন সম্পত্তি লাভের প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়।


অতি লোভে তাঁতি নষ্ট!

অতি লোভে তাঁতি নষ্ট!

মানুষের ষড়রিপু মধ্যে অন্যতম হল লোভ। অর্থশাস্ত্র অনুযায়ী, লোভ এক প্রকার দোষ। যারা অতিরিক্ত অর্থের লোভি হন সেই সব মানুষের উপর থেকে ধীরে ধীরে মা লক্ষ্মী নিজের কৃপা দৃষ্টি সরিয়ে নেন। ফলে জীবনের একসময় খুব লোভি মানুষদের জীবনে চরম আর্থিক দুর্দশা নেমে আসে। এমন অবস্থায় প্রত্যেক ব্যক্তির উচিত এই অপকর্ম ত্যাগ করা।

 ক্রোধের আগুন ভয়ঙ্কর

ক্রোধের আগুন ভয়ঙ্কর

যাঁরা সবসময় খুব ক্রুদ্ধ থাকেন, সম্পদের দেবী লক্ষ্মীও তাঁদের প্রতি ক্রুদ্ধ হন। কারণে জীবনের প্রতিটি ধাপে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। এছাড়া ক্রোধে একজন ব্যক্তি সঠিক ও ভুলের পার্থক্য ভুলে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। ফলে তাঁদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে।

 অহংকার পতনের মূল

অহংকার পতনের মূল

মা লক্ষ্মী সবসময় অহংকারী ব্যক্তির থেকে দূরে থাকেন। অহংকার মানুষের সবকিছু ধ্বংস করে দেয়। তাই 'অর্থশাস্ত্র' মতে যত দ্রুত সম্ভব এই খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। না হলে কোনও দিন মা লক্ষ্মীর আশীর্বাদ মাথার উপর বজায় থাকে না।

 অর্থের অপচয় উচিত নয়

অর্থের অপচয় উচিত নয়

অহেতুক অর্থের অপচয় করা একদমই উচিত নয়। যারা অহেতুক অর্থের অপচয় করে থাকেন তাঁরা সব সময় মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত থাকেন। জীবনকে ভালো রাখার জন্য সর্বদা সম্পদ সংগ্রহ করা উচিত।

অলসের কপালে দুঃখ

অলসের কপালে দুঃখ

'অর্থশাস্ত্র' বলে, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। একজন অলস ব্যক্তি কখনই জীবনের লক্ষ্য অর্জন করতে পারেন না। তাই একজন অলস ব্যক্তি কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারেননা। তাই এই বাজে গুণ দ্রুত জীবন থেকে ত্যাগ করা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল)

English summary
extreme financial hardship will come to life for these bad habits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X