For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! বছর শেষের সূর্যগ্রহণ কতটা প্রভাব ফেলবে জীবনে?

সাবধান! বছর শেষের সূর্যগ্রহণ কতটা প্রভাব ফেলবে জীবনে?

Google Oneindia Bengali News

বছর শেষেও ফাঁড়া কাটছেনা ভারতবাসীর। রোগভোগ, করোনা অশান্তির উপর বিষফোঁড়া সূর্যগ্রহণ। চন্দ্র গ্রহণের একপক্ষ কাল ঘুরতে না ঘুরতেই দুয়ারে শমন সূর্যগ্রহণ। আগামী ৪ ডিসেম্বর সকাল ১০.৫৯ থেকে শুরু হবে গ্রহণ, যা চলবে দুপুর ৩.৭ পর্যন্ত। কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না গ্রহণ। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে এই গ্রহণ। তবে যেহেতু আংশিক গ্রহণ হতে চলেছে, তাই কাজ করবে না সূতক বিধান। তবে একই দিনে মার্গশীর্ষ অমাবস্যার জন্য এর প্রভাব পরবে ৬ রাশির জাতক জাতিকাদের উপর। দেখে নেওয়া যাক, গ্রহণের সময় কি কি করবেন আর কি কি করবেন না।

সাবধান! বছর শেষের সূর্যগ্রহণ কতটা প্রভাব ফেলবে জীবনে?

১. সূর্যগ্রহণ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই গ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে কোনও শুভ কাজ করা উচিৎ নয়। বিয়ে,মুখে ভাত, পইতের মত শুভকাজের দিন কখনই গ্রহণের সময় ধার্য করা উচিত নয় বলে নিদান দেন জ্যোতিষীরা ।

২. যেহেতু এটি বছরের শেষ সূর্যগ্রহণ, তাই এর প্রভাব সরাসরি পড়তে চলেছে লগ্নপতির উপর। কর্মক্ষেত্র, পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে সবাইকে।

৩. যেহেতু রাহু ও কেতুর দৃষ্টি এখানে প্রধান তাই যে কোনও গ্রহণ, বিশেষত সূর্যগ্রহণ অত্যন্ত প্রভাব ফেলে গর্ভবতী মহিলাদের উপর। আগেকার দিনে গ্রহণের সময় গর্ভবতীদের বিছানা থেকে নামাতেও বিধিনিষেধ ছিল। কিন্তু এখন তা না হলেও গর্ভবতীদের এই সময় খুব সাবধানে থাকা উচিৎ। নাহলে প্রভাব ফেলতে পারে মা ও সন্তানের ত্বক ও চোখের উপর। এই সময় বিশেষত স্বাধ ভক্ষণ, বা কিছু খাওয়া, ঘরের বাইরে যাওয়া একদমই উচিৎ নয়।

৪. গ্রহণের সময় পরিবেশে অনেক অদৃশ্য জীবাণুর প্রভাব বাড়ে। তাই গ্রহণের সময় রান্না করা বা খাওয়া একদম উচিৎ নয়। এই সময় খাবারে তুলসি পাতা দিয়ে রাখলে কুপ্রভাব কাটে।

৫. গ্রহণের সময় বাইরে যাওয়া, ভ্রমণ করা উচিৎ নয়। জ্যোতিষশাস্ত্রমতে এতে দুর্ঘটনা ঘটার প্রবণতা বাড়ে।

৬. বছরের শেষ সূর্যগ্রহণ হচ্ছে কর্কট রাশির উপর। যার সু প্রভাব হবে বৃষ, মিথুন, সিংহ, কন্যা ও কুম্ভ রাশির উপর। তাই বাকি রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা উচিৎ।

English summary
effects and restrictions of last solar eclipse this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X