For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র খরা থেকে ভূমিকম্প-সুনামি, ২০২২-র সুখের হবে না, বলছেন বাবা ভাঙ্গা

তীব্র খরা থেকে ভূমিকম্প-সুনামী, ২০২২-র সুখের হবে না, বলছেন বাবা ভাঙ্গা

Google Oneindia Bengali News

মহামারী আতঙ্কেই কেটে গেল ২০২১ সাল। কেমন যাবে ২০২২ সাল এই নিয়ে সংশয় থেকে উৎকণ্ঠা সবই রয়েছে জনমানসে। বাবা ভাঙ্গা কিন্তু বলে গিয়েছিলেন এইমহামারীর কথা। এবার ২০২২ সাল কেমন কাটবে সেকথাও জানিয়ে গিেয়ছেন তিনি। যদিও এর কোনও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া। চলুন জেনে নেওয়া যাক ২০২২ সালের জন্য কী অপেক্ষা করছে

পঙ্গপাল হানা দেবে ভারতের

পঙ্গপাল হানা দেবে ভারতের

২০২২ সালের প্রথম বিপদ নিয়ে আসবে পঙ্গপাল। ভারতে নাকি হানা দেবে শয়ে শয়ে পঙ্গপাল। ২০২১ সালেই এক প্রস্ত পঙ্গপাল ছুঁয়ে গিয়েছে ভারতকে। পাঞ্জাব, হরিয়ানা,রাজস্থান থেকে শুরু করে মহারাষ্ট্র। এই রাজ্যগুলিতে পঙ্গপালের দেখা মিলেছিল। এমনকী উত্তর প্রদেশেও হানা দিয়েছিল পঙ্গপাল। ২০২২ সালে নাকি এই পঙ্গপাল হানা মারাত্মক হতে চলেছে ভারতে। যার জেরে ফসলের বিপুল ক্ষতি হবে। ২০২২ সালে ভারতে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে যাবে যাবে বলেও জানিয়েছেন বাবা ভাঙ্গা।

ভিনগ্রহীদের হামলা

ভিনগ্রহীদের হামলা

পৃথিবীতে হানা দেবে ভিন গ্রহীরা। এতদিন কেবল হলিউডের সিনেমাতেই এলিয়ন বা ভিনগ্রহীদের দেখা পেয়েছে গোটা বিশ্ব। এবার সত্যিই ভিনগ্রহীরা হানা দেবে পৃথিবীতে। এবং ২০২২ সালেই ঘটতে চলেছে সেই অঘটন। পৃথিবীর দিকে ধেয়ে আসবে অউমুয়ামুয়া নামে একটি গ্রহাণু যেটা ভিনগ্রহীরাই পাঠাবে পৃথিবীর দিকে।

নতুন ভাইরাস হানা

নতুন ভাইরাস হানা

করোনা ভাইরাসের পর ভারতে হানা দেবে আরও এক নতুন ভাইরাস। বাবা ভাঙ্গা জানিয়েছেন সাইবেরিয়া নামে এক ভাইরাস হানা দেবে ভারতে। সেটা এখন ফ্রোজেন অবস্থাতে রয়েছে । সেই ভাইরাস জেগে উঠবে ২০২২ সালে।

ভূমিকম্প ও সুনামি

ভূমিকম্প ও সুনামি

ভূমিকম্প ও সুনামিও দেখা দেবে ২০২২ সালে। বাবা ভাঙ্গা জানিয়েছেন এশিয়ার একাধিক দেশে আছড়ে পড়বে সুনামি। ভয়ঙ্কর বন্যার মুখে পড়বে অস্ট্রেলিয়া সহ এশিয়ার একাধিক দেশ। প্রসঙ্গত উল্লেখ্য ২০০৪ সালে সুনামির হবে আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা সেটা সত্যি হয়ে গিয়েছিল। গোটা বিশ্ব প্রথম দেখেছিল সুনামি। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২ সালেও বিশ্বের একাধিক দেশে ভূমিকম্প হয়েছে। ভারতেও একাধিকবার ভূমিকম্প হয়েছে।

প্রযুক্তি নির্ভরতা বাড়বে

প্রযুক্তি নির্ভরতা বাড়বে

প্রসঙ্গত উল্লেখ্য বাবা ভাঙ্গা দাবি করেছেন ২০২২ সালে মানুষ আরও বেশি করে প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে। তাঁরা আরও বেশি করে মোবাইল ফোন, ইন্টারনেটে সময় কাটাবেন। মোবাইল দেখার প্রবণতা বাড়বে। যা মানুষকে আরও ক্ষতির দিকে টেনে নিয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। ১৯৯৬ সালে বাবা ভাঙ্গা মারা গেলেও এখনও পর্যন্ত তাঁর করে যাওয়া ভবিষ্যৎ বাণী বিফলে যায়নি। কাজেই ২০২২ সালও যে সুখের হবে না সেটা তিনি বলে দিয়ে গিয়েছেন। যদিও ওয়ানইন্ডিয়া এর সত্যতা যাচাই করেনি। এবং এই প্রতিবেদনের মাধ্যমে কোনও অন্ধ বিশ্বাসকে সমর্থন করে না ওয়ান ইন্ডিয়া।
(Oneindia doesn't vouch for the authenticity of the claims made by the mystic and is not in favour of promoting any superstition)

English summary
Baba Vanga 2022 astrology prediction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X