For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ২০২১: অষ্টমীতে ১০৮ টি পদ্ম দিয়ে এই কাজটি করলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি-শান্তি! একনজরে জ্যোতিষ টিপস

দুর্গাপুজো ২০২১: অষ্টমীতে ১০৮ টি পদ্ম দিয়ে এই কাজটি করলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি-শান্তি! একনজরে জ্যোতিষ টিপস

  • |
Google Oneindia Bengali News

বাঙালির প্রাণের পুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ঢাকের বাদ্যির রেশ শুরু হয়ে যাবে। এদিকে, দিকে দিকে তখন কাশের বন পেরিয়ে মা দুর্গার মূর্তি ঘরে তোলার তোড়জোড় শুরু হবে। কুমোরটুলির ব্যাস্ততা ও শহরের প্রান্তে প্রান্তে আলোর রোশনাইয়ে বাংলা জানান দেবে উমা ঘরে আসছেন। আর বছরের এই একটা সময় প্রাণের ঠাকুরকে কাছে পেয়ে বাঙালি নিজের সকল প্রার্থনা উজার করে দেবে। এদিকে, করোনার প্রবল করুণ অবস্থার মাঝেও কোনও মতেই সমস্যা কাটছে না সাধরাণ মানুষের জীবনে। বহু জনই আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে সংকট কাটাতে বেশ কয়েকটি উপাচার রয়েছে। দুর্গাপুজোর অষ্টমীতে এই উপাচারগুলি পালন করা যায়। দেখে নেওয়া যাক, এই উপাচারগুলি কী কী।

অষ্টমীতে দেবীকে অর্পণ করুন কড়ি, পদ্ম

অষ্টমীতে দেবীকে অর্পণ করুন কড়ি, পদ্ম

মহাঅষ্টমী তিথিতে মা দুর্গার চরণে কড়ি অর্পণ করার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। এতে ঘর থেকে দূর হয় অর্থাভাব। সেই কড়ি পুজো শেষ হলে ঘরে শুদ্ধস্থানে রেখে দিলে আসে সমৃদ্ধি, সুখ। এমনই মত বিভিন্ন জ্যোতিষবিদদের। অষ্টমীর দিন মায়ের চরণে ১০৮ টি পদ্ম রেখে দিলে তার ফল শুভ হয়। বহু দিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এই পন্থার ফলে সফল হয়। এছাড়াও ১০৮ টি বার মায়ের নাম জপ করুন, তাতে উপকার হয় সংসারে। বলছেন জ্যোতিষবিদরা।

উপহার

উপহার

বলা হয়, দুর্গাঅষ্টমীতে উপহার হিসাবে কাউকে কিছু দান করলে তা ভালো ফল দেয়। জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, দুর্গা অষ্টমীতে একঠি ছোট্ট মেয়ে , যে ঋতুমতী নয়, তাকে কোনও উপহার দিলে তা খুব ভালো ফল দেয় সংসারে। এর ফলে সংসারে আসে সুখ, আসে সম্পত্তির প্রাচুর্য।

দুর্গাদালান থেকে নিয়ে এই জিনিগুলি ঘরে রাখুন

দুর্গাদালান থেকে নিয়ে এই জিনিগুলি ঘরে রাখুন

বলা হয়, দপর্গাপুজোর অষ্টমীর দিন যে পদ্মফুলে পুজো করা হয়, তা ঘরে এনে রেখে দিন। এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে। এছাড়াও দুর্গাদালানে রাখা যেকোনও ফুল বা বেলপাতা ঘরে রাখলে তা সুফল দিয়ে থাকে। এছাড়াও সন্ধিপুজোর সময় মায়ের মুখ দর্শন করে তাঁর প্রতি প্রণাম জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধিপুজোর সময় দেবীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকা ভালো ফল দেয় বলে বিশ্বাস করেন অনেকে।

দুর্গানাম লিখুন

দুর্গানাম লিখুন

অষ্টমীর দিন রাত্রিবেলা মাথায় গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধবস্ত্র পরিধান করে কলাপাতায় লাল সিঁদুর দিয়ে দুর্গা নাম লিখুন। বলছেন জ্যোতিষবিদরা। তাঁদের মতে সিঁদপর না পেলে চন্দন দিয়ে দুর্গানাম লিখে তা নদীতে ভাসিয়ে দিন। এছাড়াও সন্ধিপুজোতে ১০৮ টি পদ্ম অর্পণ করার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Durga Puja 2021 astrology: Maha Ashtami ritual and remedies for wealth and money.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X