দুর্গাপুজো ২০২০: রাশি অনুযায়ী কোন দেবীর আরাধনায় মিলবে শান্তি-সমৃদ্ধি , জানুন
মহলয়ার প্রায় এক মাস পরে পুজো। সঙ্গে রয়েছে করোনাসুরের দানবীয় থাবা! তাই পুজোর কাউন্টাউনে এবছরে খানিকটা ভাঁটা পড়েছে! তবে জ্যোতিষবিদরা বলছেন, গণনা অনুযায়ী ২০২০ সালের দুর্গাপুজোয় কিছু শাস্ত্রীয় আচার রীতি পালন করলে, মিলতে পারে কাঙ্খিত শান্তি, সমৃদ্ধি। একনজরে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর সময় কোন দেবীর আরাধনা কোনদিন করলে , তা সাফল্য মণ্ডিত করে জীবন।

মেষ
মেষ রাশির জাতকরা যদি দুর্গাপুজোর সম. দেবী ভগবতীকে স্মরণ করে আরাধনা করেন, তাহলে সুফল পাবেন জীবনে।

বৃষ
অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকারা যদি ব্রহ্মচারিণীমাকে আরাধনা করলে , জীবন সাফল্যমণ্ডিত হবে।

মিথুন
মিথুন রাশির জাতিক জাতিকারা মা ভুবনেশ্বরী দেবীর আরাধনা করুন। শাস্ত্রজ্ঞরা বলছেন, এবং দেবী চন্দ্রঘণ্টাকেও আরাধনা করলে এই রাশির জাতক জাতিকারা সুখ ভোগ করবেন। তুলসী ও গায়ত্রী মন্ত্র সহকারে করতে হবে পুজো।

কর্কট
কর্কট রাশির জাতক জাতিকারা দেবী সিদ্ধেশ্বরীর পুজো সম্পন্ন করলে মিলতে পারে কাঙ্খিত শান্তি। মিলবে সুস্বাস্থ্য।

সিংহ
সিংহ রাশির জাতক জাতিকারা এই নবদুর্গার পুজোর সময় মা কালরাত্রির পুজো করতে পারেন। এতে বিলাসসুখ থেকে জ্ঞান আহরণের সম্ভাবনা বাড়ে।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা দেবী দুর্গার ভুবনেশ্রী রূপের আরাধনা করলে খুশি ও সমৃদ্ধি পেতে পারেন বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

তুলা
তুলা রাশির জাতক জাতিকারা মা ব্রহ্মচারিণীর পুজো করলে, সমৃদ্ধি আসতে বাধ্য জীবনে। দাবি করছেন বহু শাস্ত্রজ্ঞ। একটি সাদা ফুলের মালা এই আরাধনার সময় মাকে দেওয়ার কথা জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

বৃশ্চিক
মা ভগবতীর পুজো করার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরামর্শ দিচ্ছেন। লালফুল ও চন্দন দিয়ে পুজো করলে এই দেবী সন্তুষ্ট হন। যার ফলে জীবনে শান্তি আসে ।

ধনু
ধনু রাশির জাতক জাতিকারা মা সিদ্ধিদাত্রীর পুজো করলে তা ভালো ফল দেয়। রুদ্রাক্ষ ও মিষ্টি সহযোগে এই পুজো করলে জীবনে শান্তি নেমে আসে।

মকর
মা কালীর আরাধনা মকর রাশির জাতক করলে তিনি জীবনে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। করোনার আবহে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি।

কুম্ভ
মা সিদ্ধিদাত্রী ও দেবী কালিকার আরাধনা কুম্ভ রাশির পক্ষে অত্যন্ত ভালো। বলছেন শাস্ত্রজ্ঞরা। এরফলে জীবনে শান্তি সমৃদ্ধি নেমে আসে।

মীন
মীন রাশির জাতক জাতিকারা মা কমলাকে আরাধনা করুন। এতে জীবনে সুখ নেমে আসবে বলে জাবি করছেন শাস্ত্রজ্ঞরা।
নবরাত্রি ২০২০: প্রথম দিন দেবী শৈলপুত্রীর পুজোর মাহাত্ম্য, আচার, রীতি একনজরে