For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ২০২১ : দেবীর আগমন ও গমন এবার কোন বাহনে, জানুন এর প্রভাব

দুর্গাপুজো ২০২১ এ দেবী দুর্গা কীসে চড়ে আসছেন , কীসে গমন, জানুন পঞ্জিকা মতে

Google Oneindia Bengali News

মাঝে মাত্র আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই বাঙালির ক্যালেন্ডার মেনে সবচেয়ে বড় উৎসবের ঢাকে কাঠি পড়তে চলেছে। ২০২১ দুর্গাপুজোর কাউন্টডাউন কার্যত রথের আগে-পড়ের সময় থেকেই শুরু হয়ে যায়। করোনাকালে ২০২০ সালেএই উৎসব কার্যত ম্লান ছিল। বছর ঘুরতেই ২০২১ এও করোনার দ্বিতীয় স্রোত আছড়ে পড়তেই কার্যত একের পর এক দুঃসংবাদ আসতে থাকে। কথিত রয়েছে, পঞ্জিকা মতে মা দুর্গার গমন আর আগমনে মড়ক থেকে শস্য শ্যামলা বসুন্ধরার ইঙ্গিত পাওয়া যায়। সেই সূত্র ধরে দেখে নেওয়া যাক, ২০২১ সালে পঞ্জিকা মতে দেবী দুর্গার গমন আর আগমন কীসে।

 দুর্গাপুজো ও করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা!

দুর্গাপুজো ও করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা!

বাঙালির ঘরে ক্যালেন্ডার আসলেই স্বভাবশত সব বাঙালিই প্রায় একবার চোখ বুলিয়ে নেন দুর্গাপুজোর দিনক্ষণে। কার্যত দুর্গাপুজোর সময়ক্ষণ ঘিরেই বাঙালি নিজের বছরভরের কর্মকাণ্ড গুছিয়ে নেয়। এদিকে, গবেষণা বলছে ২০২১ সালের অক্টোবর মাস নাগাদ ভারতে করোনার তৃতীয় স্রোত দেখা দিতে পারে। ঠিক যে অক্টোবরেই বাঙালির প্রাণের পুজো শুরু হতে চলেছে।

পঞ্জিকা মতে জানা যায় মায়ের আগমন-গমনের প্রভাব

পঞ্জিকা মতে জানা যায় মায়ের আগমন-গমনের প্রভাব

দেবী দুর্গার আগমনের সময় মড়ক থাকবে , নাকি চারিদিক শস্য শ্যামলা থাকবে, তা নিয়ে পঞ্জিকা থেকে তথ্য উঠে আসে। মা দুর্গার বাহন কে, তার থেকেই জানা যায় দেবীর আগমনে বসুন্ধরার পরিস্থিতি কী থাকবে। দেবীর এক একটি বাহক থেকে বাহনকে ঘিরে নানান তাৎপর্য জড়িত রয়েছে শাস্ত্র মতে।

২০২১ সালে দেবী দুর্গার আগমন কীসে?

২০২১ সালে দেবী দুর্গার আগমন কীসে?

২০২১ সালে দেবী দুর্গার আগমন ঘোটকে। কথিত রয়েছেস ঘোটকে আসলে তার প্রভাব 'ছত্রভঙ্গ'। সেক্ষেত্রে সামাজিক থেকে রাজনৈতক পরিস্থিতি খানিকটা বেসামাল হওয়ার ইঙ্গিত থাকে। এমন অবস্থায় সংঘাত, যুদ্ধ, হানাহানি লেগে থাকার আশঙ্কা থাকে। বলা হয় ঘোটকে মায়ের পদার্পণ হলে, ঘোড়ার গতির মতোই অশান্তির তীব্রতা বাড়ে, চলে নতুন কোনও বিপ্লব।

২০২১ সালে মা দুর্গার গমন কীসে?

২০২১ সালে মা দুর্গার গমন কীসে?

২০২১ সালে মা দুর্গার গমন দোলায়। শাস্ত্র মতে কথিত রয়েছে, দেবী দোলায় গমন করলে তার ফলাফল মড়ক হয়। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোত বছরের শুরুতেই একাধিক প্রাণ কেড়ে নিয়েছে এদেশে। এরপর মায়ের গমন আর আগমনের বাহক ও বাহন ঘিরেও বেশ উদ্বেগ রয়েছে।

২০২০ সালে দেবীর গমন কীসে হয়?

২০২০ সালে দেবীর গমন কীসে হয়?

প্রসঙ্গত, ২০২০ সালে মা দুর্গা ধরায় পা রেখেছিলেন দোলায় চড়ে। ধরে নেওয়া হয় যে, নিজের বাহক বা বাহনে চড়ে সপ্তমীতে উমা ঘরে আসেন। সেই মতো ২০২০ সালে দেবী দোলায় আসেন । যার ফলে মড়ক দেখা যায় বলে মত পঞ্জিকার। ২০২০ সালে দেবীর গমন হয়েছিল হাতিতে। গজে গমনের ফলে সুখ-সমৃদ্ধি আসার ইঙ্গিত রয়েছে পঞ্জিকায়। এর সঙ্গে ধরিত্রীও শস্যশ্যামলা হয় বলে মত শাস্ত্রবিশেষজ্ঞদের।

কোন বাহন বা বাহকের কোন প্রভাব?

কোন বাহন বা বাহকের কোন প্রভাব?

দোলায় আসার অর্থ মা পালকিতে মর্ত্যে পাল রাখছেন। বাহকের গতি দোলা দেয় বলে মনে করা হয় , এর জেরে মড়ক থেকে মহামারী লেগে থাকে। এছাড়াও দেবীর নৌকায় আসার ফলে বন্যা দেখা দিতে পারে কথিত রয়েছে। নৌকায় দেবীর আগমন বা গমন হলে , তা সেভাবে শুভ ধরা হয় না। গজ বা হাতি হল সমৃদ্ধির প্রতীক। দেবীর গমন গজে হলে , তাতে তা শান্তি সমৃদ্ধি জোগায় বলে জানা যায়। ঘোটক বা ঘোড়ায় এলে তা অস্থির পরিস্থিতি তৈরি করে। এতে যুদ্ধ-বিবাদ, সংঘাত চরমে পৌঁছয় বলে শাস্ত্রের দাবি। এছাড়াও বলা হয়, দেবীর যে বছরে গমন ও আগমনের বাহন একই থাকে, সেই বছরের ক্ষেত্রে তা অশুভ। আগমন-গমনের একই বাহন এক থাকা শাস্ত্র মতে শুভ ফল দেয় না।

English summary
Durga Puja 2021 Panjika, Arrival and Depurture of Godess based on astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X