২০২০ দুর্গাপুজোয় মহালয়ার ৩৫ দিন পর পুজো! কেন এমন জানেন
দুর্গাপুজোর মহাষষ্ঠী মানেই দেখতে দেখতে, সপ্তমী , অষ্টমী, নবমী এসে যাওয়া । আর তা এসে যাওয়া মানেই নবমী নিশি পার হতেই দশমীর বিদায় বেলার সুর ভেসে ওঠা। তবে বাঙালির কাছে দশমী এসে যাওয়া মানেই পরের বছরের দুর্গাপুজোর জন্য অপেক্ষা শুরু। ২০২০ সালের দুর্গাপুজোয় মহালয়া আর পুজোর মধ্যে এক মাসের ফারাক। কেন এমন জেনে নেওয়া যাক।

কবে মহালয়া?
২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১৭তারিখ পড়েছে মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরুর এই কাঙ্খিত ভোর আগামী বছর সেপ্টেম্বরের সতেরো তারিখ হবে।

দুর্গাপুজো কবে শুরু?
২০২০ সালের দুর্গাপুজো ২১ অক্টোবর শুরু হবে। তার ঠিক একমাস আগেই হয়ে যাবে মহালয়া। ফলে মহালয়া থেকে লম্বা কাউন্টডাউন শুরু হয়ে যাবে দুর্গাপুজোর।

কেন মহালয়ার ১ মাস বাদে হবে দুর্গাপুজো ?
পঞ্জিকা বলছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালে দুর্গাপুজোয় মহালয়ার ঠিক ১ মাস বাদে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজো। কারণ, আগামী বছর দুটি অমাবস্যা একমাসে পড়ছে। আর তার জন্যই পুজো একমাস পিছিয়ে আশ্বিনের জায়গায় কার্তিকে হবে।
[দুর্গাপুজো ২০১৯ : 'আর নয় প্লাস্টিক', বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে]