দুর্গাপুজো ২০২০তে করোনার আবহে আপনার স্বাস্থ্য কেমন থাকবে! জানুন রাশিফলের বিচারে
মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরই বাঙালির প্রাণের উৎসবের ঢাকে কাঠি পড়তে চলেছে। এদিকে, করোনার দাপটের জেরে সেই আনন্দে অনেকটাই ম্লান যা অন্যান্যবারের পুজোয় দেখা যায়। রাশিফলের বিচারে একনজরে দেখে নিন এবার পুজোর মরশুমে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে।

মেষ-বৃষ
অক্টোবরের প্রথম থেকেই মেষ রাশির জাতকরা নিজের শরীরের দিকে নজর দিন। শরীর ফিট রাখা এই সময় আবশ্যিক। ফলে ফিটনেসের দিকে যত্নবান হোন।বৃষ রাশির জাতক জাতিকারা মানসিক স্বাস্থ্যের দিকে যত্নবান হোন। লকডাউনের জেরে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মিথুন ও কর্কট
মিছুন রাশির জাতকরা অক্টোবর ২২ থেকে নভেম্বর ২১ পর্যন্ত নিজের শরীরের যত্ন নিন। ফিটনেস প্ল্যান এই সময় তৈরি করে ফেলুন। সুস্থ থাকতে স্বাস্থ্য বিধি মানুন। কর্কট রাশির জাতিকা ও জাতকরা ২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সাবধানে থাকুন। ঘরে থাকার চেষ্টা করুন বেশিরভাগ সময়।

সিংহ -কন্যা
অক্টোবর ৪ থেকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োদন এই মাসটা । তবে ধীরে সুস্থে চলাফেরা করুন ,আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। কন্যা রাশির জাতক জাতিকারা ফিটনেসের দিকে খেয়াল রাখুন। মেদ বিষয়ক দিকগুলির ক্ষেত্রে যত্ন নিন।

তুলা-বৃশ্চিক
১৬ অক্টোবরের পর থেকে তুলা রাশির জাতক জাতিকারা নিদের স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নবান হোন। এই সময় স্বাস্থ্যবিধি পালন প্রয়োজনীয়। বৃশ্চিক রাশির জাতক, জাতিকার এই সময় একটু ক্লান্তিভাবে জড়িয়ে পড়তে পারেন। কোনও কাজ করলেই ক্লান্ত বোধ করতে পারেন। নিদের দিকে যত্ন নিন।

ধনু- মকর
অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত কোনও পরিকল্পনা বা চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকলে তা পিছিয়ে যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২২ অক্টোবর থেকেল২১ নভেম্বর সময় স্বাস্থ্যের দিকে নজর রাখা আবশ্যক।

কুম্ভ -মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেকে সুস্থ রাখতে যোগভ্যাসে মন দিতে পারেন। ২৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সাবধানে চলাফেরা করুন। মীন রাশির জাতক জাতিকারা ১৩ থেকে ২৭ অক্টোবর সাবধানে চলাফেরা করুন। আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে চলুন।