দুর্গাপুজো ২০১৯: বেকারত্ব ঘোচাতে, আর্থিক উন্নতি লাভে কিছু সহজ ঘরোয়া টিপস
রাত পোহালেই দ্বিতীয়া। মহালয়ার পর থেকেই বাঙালির প্রাণের উৎসবের কাউন্টডাউন জোর কদমে শুরু হয়েছে। আর এই উৎসব ঘিরেই বাঙালির যাবতীয় আশা, আকাঙ্খারা দানা বাঁধছে ধীরে ধীরে। শাস্ত্রজ্ঞরা বলছেন দুর্গাপুজোতে বেশ কয়েকটি ছোটখাটো বাস্তু টিপস পালন করলেই কেল্লাফতে! আর্থিক ভাগ্যের উন্নতি থেকে বেকারত্বের সমস্যা ঘুচে যেতে পারে এই সমস্ত টিপসে।

বাড়ির উত্তর পশ্চিম দিকের কী করবেন?
শাস্ত্রজ্ঞরা বলছেন, দুর্গাপুজোর সময় প্রথমা থেকেই বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখুন মা অম্বার মন্দিরের কোনও পতাকা। যদি না থাকে, তাহলে বাড়ির উত্তর পশ্চিমে রাখতে হবে দুর্গতিনাশিনী দুর্গার মূর্তি। তবে যদি মূর্তি পুজো করতে চান তাহলে তা পূর্বদিকে রাখলেই ঘুচতে পারে বেকরত্বের সমস্যা।

বেকারত্ব কাচাতে চণ্ডীর আরাধনা
দুর্গাপুজো তথা নবরাত্রির ১০ দিনের সময়ের মধ্যে প্রতি মঙ্গল ও শনিবার মা দুর্গার উদ্দেশে একটি লাল ফুল অর্পণের পরামর্শ দিচ্ছেন বহু শাস্ত্রজ্ঞ। তাঁদের দাবি এতে বেকারত্বের সমস্যা মিটে যাবে।

আর্থিক ভাগ্য তুঙ্গে রাখতে বাস্তু টিপস
বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, যে ঘরে দূর্গা প্রতিমা রাখা হবে, সেই ঘরে হালকা নীল, সবুজ, সাদা রঙ যেন বেশি থাকে। আর মায়ের পুজোর সময় অবশ্যই রাখতে হবে তাজা ফুল । ফুলের রঙ হতে হবে লাল।