For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মকর সংক্রান্তির দিন ভুলেও এই কাজগুলি করবেন না

মকর সংক্রান্তির দিন ভুলেও এই কাজগুলি করবেন না

  • |
Google Oneindia Bengali News

হিন্দুধর্মে মকর সংক্রান্তির এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মকরসংক্রান্তি মহা ধুমধাম করে পালন করা হয়। এই দিন সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করে। আর এই সময় সূর্য সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে এই দিন অনেক কাজ যেগুলি করলে আমাদের জীবনে সাফল্য আসে তেমনি অনেক কাজ আছে যেগুলি করলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে আমাদের আর্থিক দিকে অনেক অবনতি হয়। মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করবেন না, দেখুন।

দারিদ্র ব্যক্তিদের দান করুন

দারিদ্র ব্যক্তিদের দান করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় মকর সংক্রান্তির দিন গরিব বা অসহায় মানুষকে আপনার সাধ্য মতন কোন জিনিস দান করুন। এই প্রথা আজকে থেকে না বহুদিন থেকেই প্রচলিত আছে। বলা হয় যদি আপনার বাড়িতে কোনও অসহায় দারিদ্র ব্যক্তি বা কোনও সাধু, বৃদ্ধ আপনার বাড়িতে আসেন তাকে কিন্তু কখনোই খালি হাতে ছাড়বেন না। তার হাতে আপনার সাধ্য মতন কিছু দান করুন। এতে মা লক্ষ্মী যেমন আপনি আশীর্বাদ পাবেন তেমন আপনার যশ, খ্যাতি, সম্মান বাড়বে। সকল কাজে আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।

 গঙ্গা স্নান করুন

গঙ্গা স্নান করুন

বহু বছর ধরে এই প্রথা চলে আসছে যে, মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নান করা অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন মকর সংক্রান্তির দিন গঙ্গাস্নানের আগে আপনি কিছু খাবেন না। তবে স্নান করার পরেও কিন্তু খাবেন না। গঙ্গাস্নান করে তারপর গরিব ব্রাহ্মণদের কিছু দান করুন, তাদের খাবার দান করুন। তারা খাবার পরে তবেই আপনি খাবেন। এতে দেবতাদের আশীর্বাদও আপনি পাবেন এবং আপনার কাজে দেবতারা সন্তুষ্ট হবেন। আর্থিক দিকেও আপনার উন্নতি হবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন এবং সকল কাজেও আপনি সাফল্য পাবেন।

 আমিষ খাবার খাবেন না

আমিষ খাবার খাবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মকর সংক্রান্তির দিন সিগারেট, মদ, বিড়ি, তামাক জাতীয় জিনিস এড়িয়ে চলুন। যদি পারেন তিল ও মুগের ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে খান। মাংস জাতীয় খাবার খাবেন না। নিরামিষ খাবার খাওয়া খান। আপনার সারা বছর শরীর খুব ভালো যাবে এগুলি মানলে এবং আপনি মানসিক চাপ থেকে বেরোতে পারবেন। শারীরিক থেকে পারিবারিক দিকেও আপনার জীবনে উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নতুন বছরে মেনে চলুন এই টিপসগুলি আর্থিক দিকে উন্নতি করতে চাইলে নতুন বছরে মেনে চলুন এই টিপসগুলি

English summary
Don't do these work on Makar Sankranti day if you want improve financially
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X