For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলেও এইসব জায়গায় রাখবেন না ঘরের দরজা থেকে আলমারির চাবি, হতে পারে আর্থিক ক্ষতি

Google Oneindia Bengali News

সব ঘরের প্রধান দরজা থেকে শুরু করে আলমারির সুরক্ষার জন্য তালা-চাবির ব্যবহার করা খুবই সাধারণ বিষয়। এই চাবিগুলিকে রাখার জন্য সব ঘরে একটি করে সুরক্ষিত স্থান থাকে, যেখান থেকে খুব সহজে চাবি খুঁজে পাওয়া যায়। বাস্তু শাস্ত্র মতে, যদি আপনি বাস্তুর নিয়ম মেনে চাবি রাখেন তাহলে ঘরে ইতিবাচক শক্তি পাওয়া যায় এবং তা পূণ্য ফল প্রদান করে। কিন্তু যদি ভুল জায়গায় চাবি রাখেন তবে লোকসান হতে পারে। আসুন জেনে নেওয়া যাক বাস্তু শাস্ত্র অনুসারে চাবি কোথায় রাখা উচিত।

এই জায়গায় রাখতে পারেন চাবি

এই জায়গায় রাখতে পারেন চাবি

সবার প্রথমে ঘরের বাহক-গাড়ির চাবি কখনই এখানে-ওখানে ফেলে রাখা উচিত নয়। এর বদলে এগুলিকে রাখার জন্য চাবি রাখার হ্যাঙ্গারে রেখে দিন। বাস্তুর নিয়ম মতে কাঠের চাবির হ্যাঙ্গার চাবি রাখার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এটাও মনে রাখুন যে দেব-দেবীর ছবি দেওয়া চাবির হ্যাঙ্গার ব্যবহার করবেন না।

রান্নাঘরে ভুলেও চাবি রাখবেন না

রান্নাঘরে ভুলেও চাবি রাখবেন না

বাস্তু শাস্ত্র অনুসারে ঘরের রান্নাঘরকে শুদ্ধস্থান হিসাবে বিবেচিত করা হয়। যেখানে মা অন্নপূর্ণার বাস বলে মানা হয়। এই স্থানে চাবি রাখা অশুভ বলে মনে করা হয়। এরকম অবস্থায় এই জায়গায় চাবি রাখা এড়িয়ে চলুন।

পুজোর জায়গায় চাবি রাখা অশুভ

পুজোর জায়গায় চাবি রাখা অশুভ

ঘরের মন্দিরে দেব-দেবীদের বাস বলে মনে করা হয়। এরকম স্থিতিতে বিভিন্ন জায়গায় ব্যবহৃত চাবিগুলো সেখানে রাখলে অশুভ বাস্তু দোষের সৃষ্টি হয়, যার কারণে পরবর্তীতে আপনাকে ভোগান্তি পোহাতে হয়।

দিশা অনুযায়ী রাখুন চাবি

দিশা অনুযায়ী রাখুন চাবি

সেটা বাড়ির প্রধান দরজা হোক বা আলমারি বা বাইক-কার। প্রত্যেকের চাবি ধাতু দিয়ে তৈরি। এই চাবিগুলো রাখার একটা নির্দিষ্ট দিক আছে। চাবি ভুল দিশায় রাখলে ব্যক্তির আর্থিক ক্ষতি হয়। এই চাবিগুলি পশ্চিম দিক করে রাখা শুভ বলে মনে করা হয়।

বসার ঘরে চাবি রাখবেন না

বসার ঘরে চাবি রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে, ভুলেও চাবি ড্রয়িংরুমে রাখা উচিত নয়। এর কারণ হল বাড়ির বাইরে থেকে আসা লোকজন ওই চাবিগুলো দেখে আপনার অবস্থা অনুমান করে, যার কারণে খারাপ নজর ও বড় কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

বিয়ের পিঁড়িতে বসছেন হংসিকা মোতওয়ানি, ডিসেম্বরে রাজস্থানে বসতে পারে বিবাহ বাসরবিয়ের পিঁড়িতে বসছেন হংসিকা মোতওয়ানি, ডিসেম্বরে রাজস্থানে বসতে পারে বিবাহ বাসর

English summary
Keep the house key in this direction according to Vastu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X