For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পারিবারিক কলহ থেকে রেহাই পেতে চাইছেন, এখনই এই কাজগুলো করুন

পারিবারিক কলহ থেকে রেহাই পেতে চাইছেন, এখনই এই কাজগুলো করুন

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে ঝগড়া হয় না এমন পরিবারের সংখ্যা নিতান্তই কম। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে। কারোর মধ্যে বেশি কারোর বা কম। এই অশান্তির কারণে আমাদের কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে। তাতে আমাদের মানসিক চাপ বাড়তে থাকে। কিন্তু এমনটা জন্য আমরা কখনই প্রস্তুত থাকি না। আমরা সব সময় চাই শান্তি বজায় রেখে সংসারে চলতে চাই। জ্যোতিষ শাস্ত্রে, বলা হয় যে বাড়িতে ঘনঘন ঝগড়া হয়, সে বাড়িতে ধন-সম্পদের দেবী লক্ষ্মী বাস করেন না। এর পিছনে কিন্তু অবশ্যই রয়েছে বাস্তু ক্রুটি।

কীভাবে সংসারে সুখ আনবেন

কীভাবে সংসারে সুখ আনবেন

প্রতিটি সংসারের মানুষ চায় জীবনের সুখ শান্তি বজায় রেখে চলতে। পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে হেসে আনন্দে দিন কাটাতে চায় সবাই। কথিত আছে, যে পরিবারে সুখ শান্তি থাকে, তাহলে মানসিক শান্তি পাওয়া যায়। আর মা লক্ষী সেই ঘরেই শান্তিপূর্ণভাবে বাস করে। অপরদিকে, যে বাড়িতে বা পরিবারের অশান্তি লেগে থাকে সে বাড়িতে শান্তি থাকে না। আর বাড়ির সদস্যদের মারাত্মকভাবে মানসিক চাপের মুখে পড়তে হয়। আর সে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না।

দুধে জাফরান মিশিয়ে খান

দুধে জাফরান মিশিয়ে খান

বলা হয় যদি বাড়িতে খুব অশান্তি লেগে থাকে, সেই অশান্তি থেকে রেহাই পাওয়ার জন্য জাফরান খুব উপকারী। এক চিমটে জাফরান জল ঢেলে সেটা দিয়ে স্নান করলে। বা জাফরান দুধে মিশিয়ে খেলে মানসিক শান্তি কমে।

 পাঁচ মুখী প্রদীপ জ্বালান

পাঁচ মুখী প্রদীপ জ্বালান

বাড়ি থেকে ঝগড়া দূর করতে হলে পর পর সাতটি মঙ্গলবার বা হনুমানজির মন্দিরে গিয়ে তার সামনে একটি পাঁচ মুখী প্রদীপ জ্বালান। অষ্টগন্ধা পোড়ান। এতে করে ঘরে সুখ শান্তি থাকবে। ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে।

 ঘরে কর্পূর জ্বালান

ঘরে কর্পূর জ্বালান

পরিবারে সুখ শান্তি আর ঘরের ঝামেলা দূর করতে কর্পূর পোড়ান। বা যদি কর্পূর জ্বালান, তাহলে বেশি উপকার পাওয়া যায়। ঘরে সকাল-সন্ধে ঠাকুরকে ধুপ ধুনো দিন তাহলে মানসিক শান্তি ফিরবে।

ঘর মোছার সময় লবণ দিন

ঘর মোছার সময় লবণ দিন

ঘরে শান্তির পরিবেশ ফিরবে, অশান্তি দূর হবে। ঘর মোছার সময় ঘরে জলে সামান্য লবণ মিশিয়ে নিন। এতে করে ঘরের নেতিবাচক শক্তি চলে যায়। বাড়ির সদস্যরা খুব সুখে থাকে।

সত্যনারায়ণের সিন্নি দিন

সত্যনারায়ণের সিন্নি দিন

বাড়িতে ঘনঘন অশান্তি দূর করতে প্রতিমাসে ভগবান সত্যনারায়ণের গল্প সকলকে বলুন। সত্যনারায়ণের সিন্নি দিন। এটি করলে সুখ শান্তি বজায় থাকে। মানসিক চিন্তা কমে। ঝগড়া অশান্তি দূর হয়। তাহলে আজই এই কাজগুলি করুন। বাড়িতে সুখ শান্তি ভরে উঠবে।

খুব শীঘ্রই এই রাশিদের ভাগ্য বদলাতে চলেছে, বৃহস্পতির উদয় অর্থ–সমৃদ্ধি সব দেবেখুব শীঘ্রই এই রাশিদের ভাগ্য বদলাতে চলেছে, বৃহস্পতির উদয় অর্থ–সমৃদ্ধি সব দেবে

English summary
Do these things today to reduce family Quarrel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X