For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিদেবের ছবি বা মূর্তি কেন বাড়িতে রেখে পুজো করা হয় না জানেন কি?‌

শনিদেবের ছবি বা মূর্তি কেন বাড়িতে রেখে পুজো করা হয় না জানেন কি?‌

Google Oneindia Bengali News

শনিদেবকে অত্যন্ত নিষ্ঠুর দেবতা মনে করা হয়। তিনি কর্ম অনুসারে ফল দেন তাই তাকে ন্যায়ের ঈশ্বরও বলা হয়। শনিদেবের কৃপা একজন মানুষকে বিশেষ করে তোলে। তাই শনি ভক্তের কমতি নেই এবং শনিবারসহ বিশেষ বিশেষ উপলক্ষে শনি মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন শনিদেবের মূর্তি বা ছবি অন্যান্য দেবতার মতো বাড়িতে রাখা হয় না। যেখানে সাধারণত বাড়িতে রাধা–কৃষ্ণ, শিবের পুরো পরিবার, গণেশজি এবং ভগবান রাম ছাড়াও সমস্ত দেবতার মূর্তি বা ছবি থাকে। এর পাশাপাশি বাড়িতে প্রতিদিন তাঁদের পুজো করা হয়। কিন্তু শনিদেবের পুজো একমাত্র বাইরে হয়।

এক শাপের কারণে এটা হয়েছে

এক শাপের কারণে এটা হয়েছে

পৌরাণিক বিশ্বাস অনুসারে, শনিদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি যার দিকে দৃষ্টি দেবেন, তা অশুভ হবে, তাই শনির মূর্তি বা ছবি বাড়িতে রাখা হয় না যাতে লোকেরা তাঁর দৃষ্টি থেকে দূরে থাকেন। শুধু তাই নয়, শনিদেবের পুজো করার সময়ও কখনও সরাসরি তাঁর মূর্তির সামনে দাঁড়িয়ে তাঁকে দেখা উচিত নয়। বরং মূর্তির ডান বা বাম পাশে দাঁড়িয়ে শনিদেবের দর্শন করা উচিত।

 এরকম মূর্তির পুজো করা উচিত

এরকম মূর্তির পুজো করা উচিত

শনিদেবের দৃষ্টি এড়াতে শনিদেবের মূর্তির পরিবর্তে তাঁর শিলা রূপের দর্শন করাই ভালো। এছাড়াও অশ্বত্থ গাছের পুজো করা, সরিষার তেলের প্রদীপ জ্বালানো বা শনিকে দান করাও শনির আশীর্বাদ পাওয়ার সেরা উপায়। দরিদ্র, অসহায়দের সাহায্য ও সেবা করলে শনিদেবও খুব খুশি হন।

শনিদেবের পুজোয় মনে রাখুন এই জিনিসগুলি

শনিদেবের পুজোয় মনে রাখুন এই জিনিসগুলি

* মন্দিরে পুজো করার সময় শনিদেবের দিকে তাকাবেন না।

* শনিদেবের সামনে দাঁড়িয়ে বা তাঁর দিকে চোখে চোখ রেখে পুজো করবেন না।

* শনিদেবের পায়ের দিকে তাকিয়ে পুজো করা মঙ্গলজনক।

* শনিবার পবনপুত্র হনুমানের পুজো করলে তিনি প্রসন্ন হবেন।

 শনিবারে শনি পুজো

শনিবারে শনি পুজো

সোমবার যেমন ভগবান শিবের দিন, তেমনি শনিবার হল শনি দেবের দিন। তাই এইদিন সকাল সকাল উঠে স্নান সেরে যদি দেবের আরাধনা করা যায়, তাহলে দারুন ফল মেলে। তবে এক্ষেত্রে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন- শনিবার ভোর ভোর উঠে সারা শরীরে তিল তেল মেখে স্নান করতে হবে। তারপর পরিস্কার জামা-কাপড় পরে শুরু করতে হবে শনি দেবের পুজো। প্রসঙ্গত, শনি দেবের আরাধনা করলে সারাদিন উপোস করে থাকতে হয় এবং পড়তে হয় কালো পোশাক।

প্রদীপ জ্বালান

প্রদীপ জ্বালান

এমনটা বিশ্বাস করা হয় যে শনি দেবের পুজো করার সময় যদি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায়, তাহলে দেব বেজায় প্রসন্ন হন। তাই তো দেবের আরাধনা করার সময় এই নিয়মটি মানতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, ঠাকুরের আসনের দু কোণায় একটা করে প্রদীপ জ্বালাতে হবে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালানো মোটেও শুভ নয়।

শুধু ময়লা নয়, জীবনের সব বিপত্তি তাড়াতেও অত্যন্ত কার্যকর ঝাড়ু শুধু ময়লা নয়, জীবনের সব বিপত্তি তাড়াতেও অত্যন্ত কার্যকর ঝাড়ু

English summary
do you know why shani dev picture or idol not kept in the house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X