For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তু মেনে বাড়িতে ঠাকুরঘর কোনদিকে হওয়া উচিত জানেন কী

বাড়ির জন্য বাস্তু টিপস

Google Oneindia Bengali News

প্রত্য়েকেই যেকোনও শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর ঘরে পার্থনা করেন। আর ঠাকুর ঘরের পজিটিভ শক্তি, প্রত্য়েকেরই আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তাই আপনার বাড়ির আরাদ্ধ দেবতার ঠাকুর ঘর কোথায় তৈরি করবেন সেটা ভেবে দেখা উচিত। তা না হলে, ভূল জায়গায় বাড়ির ঠাকুর ঘর তৈরি হলে আপনার পরিবারের অমঙ্গল হবে। তাই বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ি, আপনার বাড়ির মন্দিরের কোথায় করবেন জেনে নিন।

বাস্তু মেনে বাড়িতে ঠাকুরঘর কোনদিকে হওয়া উচিত জানেন কী

১)‌ তাই আমাদের বাড়ির ঠাকুরঘরটি এমনদিকে নির্মাণ করতে হবে যাতে পুজো করার সময় আমরা পূর্বদিকে মুখ করে পুজো করতে পারি। বাড়ির উত্তর দিক ঠাকুরঘর তৈরির জন্য একেবারে আদর্শ।

২)‌ অনেকেই বাড়ির প্রথম তলে মন্দির তৈরি করে থাকেন, কিন্তু বাস্তু মতে, মন্দিরের উচ্চতা এমন হওয়া উচিত যাতে ইশ্বরের পা ও আমাদের হৃদয়ের স্থান একই থাকে। বাস্তুর মতে আপনার বাড়ি যদি বড় হয়, তবে আলাদা ঘরে মন্দির তৈরি করুন। তবে যদি জায়গার অভাব থাকে তবে বাড়ির সঠিক স্থান নির্ধারণ করে ঠাকুর ঘর তৈরি করুন।


৩)‌ বাস্তু মতে, ঠাকুর ঘরের রঙ সবসময় হাল্কা হওয়া দরকার। হলুদ, সবুজ বা হাল্কা গোলাপি রঙ উপাসনা ঘরের জন্য সঠিক। দু’‌টো বা তিনটে রং ব্যবহার করবেন না মন্দিরে, গোটা মন্দিরে একটা রংই ব্যবহার করুন।


৪)‌ কিছুজন নিজের পূর্বসূরিদের ছবি ঠাকুরঘরে রেখে পুজো করেন, কিন্তু বাস্তু মতে এটা শুভ নয়। মন্দিরে মৃত পূর্বসূরিদের ছবি রাখা উচিত নয়।


৫)‌ ইশ্বরের মন্দির কাঠ দিয়ে তৈরি করা সঠিক। যদি জায়গা থাকে তবে মার্বেল দিয়েও তৈরি করা যেতে পারে, তা শুভ বলে মনে করা হয়।


৬)‌ বাথরুম বা রান্নাঘরের কাছাকাছি কখনই আপনার বাড়ির আরাদ্ধ দেবতার ঠাকুর ঘর তৈরি করবেন না। এতে আপনার পরিবারের অমঙ্গল হবে।


৭)‌ বাড়ির ঠাকুর ঘরের জানালা-দরজা সবসময় পূর্ব দিকে বা উত্তর-পূর্ব দিকে বানানো উচিত।

বাড়ির সামনে কি লেবু বা কোনও পুরনো পুতুল পড়ে থাকতে দেখেছেন আচমকা! খারাপ প্রভাব কাটাতে কিছু বাস্তু টিপসবাড়ির সামনে কি লেবু বা কোনও পুরনো পুতুল পড়ে থাকতে দেখেছেন আচমকা! খারাপ প্রভাব কাটাতে কিছু বাস্তু টিপস

English summary
According to Vastu, if there is a temple on the north side of the house, happiness and peace will be maintained
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X