For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি

  • |
Google Oneindia Bengali News

মা লক্ষ্মীর আশীর্বাদ সকলেই পেতে চান কারণ দেবীর কৃপায় আর্থিক দিকে উন্নতি হয় সকলের। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সম্পদে দেবী মা লক্ষী খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকেন না। কিন্তু দেবী লক্ষ্মী যাদের বাড়িতে সর্বদা বিরাজ করেন সেই পরিবার আর্থিক দিকে স্বচ্ছল হন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলি করলে আপনি আর্থিক দিকে খুব সচ্ছল হবেন এবং পারিবারিকভাবে আপনি খুব সুখী হবেন। প্রতি শুক্রবার এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনার জীবনে সুখ নেবে আসবে।


দেবীর এই মন্ত্রটি জপ করুন

দেবীর এই মন্ত্রটি জপ করুন

প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন তাহলে দেবতা আপনার ঘরেই বিরাজ করবে। সেই সঙ্গে দেবীর এই মন্ত্রটি ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহিয়েহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা' জপ করুন ১০৮ বার। এই মন্ত্র জপ করলে আপনার আর্থিক দিকে খুব সফলতা আসবে, পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন এবং কোন কাজ করতে চাইলে সেই কাজে জীবনের সফলতা আসবে।

গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালান

গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালান

প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করার সময় তাকে সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি জ্বালিয়ে দিন কারণ তিনি সুন্দর সুগন্ধি খুব পছন্দ করেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং আপনার ওপর বিশেষ আশীর্বাদ প্রদান করবেন। এতে আপনি খুব সুখী ও হবেন।

পদ্মফুল নিবেদন করুন

পদ্মফুল নিবেদন করুন

মা লক্ষ্মীর পছন্দের ফুল পদ্মফুল প্রত্যেক শুক্রবার পুজোর সময় দেবীকে অর্পণ করুন। যদি আপনি স্বপ্নেও দেবী লক্ষীকে দেখেন বা দেখেন তার পায়ে ফুলের চিহ্ন বা দেবী লক্ষ্মীর পাশে একটি পদ্মফুল রাখা, তাহলে আপনার জীবনে খুব সুখ আসবে। ধন-সম্পদে আপনার সংসার পরিপূর্ণ হয়ে উঠবে।

পুজোর সময় দেবীকে দুধের মিষ্টি দিন

পুজোর সময় দেবীকে দুধের মিষ্টি দিন

পুজোর সময় দেবী লক্ষীকে পছন্দের ভোগ নিবেদন করুন। দুধের তৈরি মিষ্টি বা মালপোয়া দেবীকে নিবেদন করুন। কারণ দেবীর পছন্দের তালিকায় রয়েছে ক্ষীর, মাখন, নানা ধরনের মিষ্টি। পুজো দেওয়ার পর আপনার বাড়িতে শিশু কন্যাকে সেই প্রসাদ প্রথমে খাওয়ান, তাহলে দেবী আপনার ওপর বিশেষ কৃপা করবেন।

কালো পিঁপড়েকে চিনি খাওয়ান

কালো পিঁপড়েকে চিনি খাওয়ান

কালো পিঁপড়েকে প্রতি শুক্রবার করে চিনি খাওয়ান। কারণ চিনি খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় ।এতে মা লক্ষ্মী খুব খুশি থাকেন এবং তার জীবনে সুখ সমৃদ্ধিতে ফিরে আসে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

কীভাবে শনিদেবকে প্রসন্ন করবেন জানেন?‌ এই ছোট্ট কাজেই মিলবে শনির কৃপাকীভাবে শনিদেবকে প্রসন্ন করবেন জানেন?‌ এই ছোট্ট কাজেই মিলবে শনির কৃপা

English summary
Worship Maa Laxmi every Friday, give milk's sweet. Devi was very happy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X