For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকালে উঠেই করুন এই কয়েকটি উপায়, মুহূর্তের মধ্যে বদলে যাবে ভাগ্য

সকালে উঠেই করুন এই কয়েকটি উপায়, মুহূর্তের মধ্যে বদলে যাবে ভাগ্য

Google Oneindia Bengali News

প্রতিটি মানুষ অত্যন্ত পরিশ্রম করে থাকেন অর্থ উপার্জন করার জন্য। কারণ সকলে সবসময় সুখী জীবনযাপন করার আশা রাখেন। সেই সঙ্গে ঘরে যাতে সুখ-সমৃদ্ধি থাকে এবং ধন-সম্পদে পরিপূর্ণ থাকে সে জন্য অনেকেই নানা রকমের উপায় করে থাকেন। পূজাপাঠ বা অন্যান্য বিধি পালন করেন প্রায় সকলে যাতে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। কিন্তু তারপরও অনেক সময় ভাগ্য সহায় হয় না। তাই সেই সকল মানুষ জীবনে তাঁদের কাঙ্খিত ফল লাভ করতে পারেন না। এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ ও সঠিক প্রতিকার বলা হয়েছে, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক অর্থ লাভ হয়, এবং সৌভাগ্য বাড়িতে বাস করে এবং ভাগ্যের পরিবর্তন হয়।


হাতের তালু দেখা

হাতের তালু দেখা

'করাগ্রে বাসতে লক্ষ্মীঃ কর্মধে সরস্বতী। করমুলে স্তিতো ব্রহ্ম প্রবতে কার্দর্শনম্।' এটি হল অত্যন্ত কার্যকর একটি মন্ত্র। যার অর্থ হাতের তালুর উপরের দিকে মা লক্ষ্মী বাস করেন, হাতের তালুর মাঝখানে থাকেন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। এবং হাতের তালুর নীচে থাকেন স্বয়ং ব্রহ্মা সহ অন্যান্য সকল দেবদেবীরা। তাই প্রতিদিন সকালে ঘুম থকেকে উঠেই নিজের হাতের তালু দেখা খুব শুভ হয়। এরপর এই মন্ত্র মনে মনে জপ করে মুখের উপর দিয়ে হাতের তালু বুলিয়ে নিতে হয়। প্রতিদিন এই কাজ করলে সৌভাগ্যের শিকে নিমেষে ছিঁড়ে যায় সেই ব্যক্তির কপালে এবং সারা জীবন ঐশ্বর্য, সম্পদে পূর্ণ থাকে জীবন।

 ভূমি প্রণাম

ভূমি প্রণাম

ভূমি অর্থাৎ পৃথিবী হলেন সকলের মা। দেবী বসুন্ধরা রূপে তাঁকে উপাসনা করা হয়। গোটা জীব জগত তাঁর কোলেই বসবাস করে। তাই তাঁকে মা হিসেবে শ্রদ্ধা করা সকলের কর্তব্য বলে মনে করা হয় পুরাণ ও জ্যোতিষ মতে। বলা হয় যে সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে পৃথিবী অর্থাৎ মাটি ছুঁয়ে আশীর্বাদ নিলে সারা দিন অত্যন্ত ভালো যায়। এছাড়াও পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা শুভ বলে মনে করা হয়। কারণ ব্রহ্ম মুহূর্তে সকল দেবদেবীরা অত্যন্ত শান্তভাবে অবস্থান করেন, ফলে সেই সময়ে ঘুম থেকে উঠলে এবং ঠাকুরের নাম করলে তাঁদের আশীর্বাদ সহজেই পাওয়া যায়।

 সূর্যকে জল দেওয়া

সূর্যকে জল দেওয়া

সনাতন পুরাণ ও জ্যোতিষ মতে ভগবান সূর্য নারায়ণ হলেন প্রত্যক্ষ দেবতা। তাই প্রাচীন কাল থেকেই সূর্যার্ঘ্য দেওয়ার রীতি রয়েছে। সকালে উঠে স্নান করার পরে, একটি তামার পাত্রে ভগবান সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্ত শুভ। কথিত আছে যে ভগবান সূর্যদেব সম্মান, চাকরি, ব্যবসা ইত্যাদির কারক গ্রহ হিসেবে বিবেচিত। তাই সূর্যদেবকে নিয়মিত অর্ঘ্য নিবেদন করলে সূর্য গ্রহ শক্তি লাভ করে এবং প্রতিটি কাজে সফলতা পাওয়া যায়।

মহাদেবের উপাসনা

মহাদেবের উপাসনা

প্রাচীন শিব পুরাণ অনুযায়ী, যে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আখের রস দিয়ে শিবকে অভিষেক করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ হয়। ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া মহাদেবকে বেলপাতা অর্পণ করলে শিবের কৃপা সেই ব্যক্তির উপর থাকে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। নিয়মিত জল বা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

যে স্বপ্নগুলি মানুষ সবচেয়ে বেশি দেখে সেগুলির আসল অর্থ কী? জেনে নিনযে স্বপ্নগুলি মানুষ সবচেয়ে বেশি দেখে সেগুলির আসল অর্থ কী? জেনে নিন

English summary
do these things everyday in the morning to get happiness in life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X