For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাদেবের অপার কৃপা ও আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের প্রতি সোমবার পালন করুন এই সামান্য উপায়

মহাদেবের অপার কৃপা ও আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের প্রতি সোমবার পালন করুন এই সামান্য উপায়

Google Oneindia Bengali News

সনাতন ধর্ম অনুযায়ী, শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে সন্তুষ্ট করার দিন। আর সেক্ষেত্রে জুলাই মাসের ১৮ তারিখ হল শ্রাবণ মাসের প্রথম সোমবার যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এই দিনে শোভন যোগ তৈরি হচ্ছে। আর এই যোগ খুবই বিরল। আর এই দিন বিধি মত মহাদেবের পুজো করলে মনের মত বর লাভ করা সম্ভব হয়। এছাড়া মহাদেবের উপাসনা করার জন্য সামান্য কিছু উপায় করলেই সন্তুষ্ট হন শিব। দেখে নেওয়া যাক কোন কোন রীতি মেনে এই বিশেষ দিনে মহাদেবের উপাসনা করলে সব রকম সুখ লাভ করা যায়।

শ্রাবণ মাসের গুরুত্ব

শ্রাবণ মাসের গুরুত্ব

অন্যান্য মাসের থেকে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক বেশি। কারণ এই মাসেই মহাদেবের উপাসনা করে তাঁকে তুষ্ট করতে পারলে মনের সকল ইচ্ছা পূরণ করা যায়। পুরাণ অনুযায়ী, এই মাসেই দশানন রাবণ মহাদেবের উপাসনা করে তাঁকে সন্তুষ্ট করেছিলেন। আর সেখান থেকেই বিশেষত এই মাসে মহাদেবের অভিষেক করার প্রথা চলে আসছে। এছাড়াও শিব যাত্রা করা হয় এই মাসেই, কারণ এই মাসেই রাবণ শিব যাত্রার প্রথা চালু করেছিলেন। আর সেখান থেকেই এই মাসে শিবকে তুষ্ট করার জন্য সকলে জল দিয়ে তাঁর অভিষেক করেন।

 শ্রাবণের সোমবার পুজো পদ্ধতি

শ্রাবণের সোমবার পুজো পদ্ধতি

শ্রাবণ মাসের প্রতি সোমবার স্নান করে পরিষ্কার কাপড় পরা উচিত। এইদিন উপোষ করে পুজো করলে তার ভালো ফল লাভ করা যায়। এছাড়া শ্রাবণ মাসের সোমবারের দিন ভগবানের সামনে হাত জোড় করে ইচ্ছা পূরণের মানত করতে হবে। যদি বাড়ির ঠাকুরঘরে পূজা করেন, তবে সমস্ত দেব দেবীকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে স্নান করিয়ে আসনে প্রতিষ্ঠা করাতে হবে। এরপর শিবের উদ্দেশে জলাভিষেক করতে হবে এবং তাঁকে পঞ্চামৃত নিবেদন করলেও তা খুব শুভ হয়। এরপর মহাদেবকে বেলপাতা এবং ফুল অর্পণ করে তাঁর পুজো করতে হবে। এই সময়ে, 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করাও খুব শুভ বলে মনে করা হয়ে থাকে।

 শনি দোষ কাটানোর উপায়

শনি দোষ কাটানোর উপায়

শ্রাবণ মাসে মহাদেবের উপাসনা করলে যে শুধুমাত্র বিশেষ বর পাওয়া যায় তাই নয়, বরং এই মাসের প্রতি সোমবার কিছু বিশেষ উপায় করলে জীবনে শনিদেবের প্রকোপ থেকেও মুক্তি লাভ করা যায়। শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবকে অভিষেক করানোর পর তাঁকে শ্বেত চন্দন, অখণ্ড আতপ চাল বা অক্ষত, আকন্দ বা কলকে ফুল, বেল পাতা, ধুতরা গাছের ফল, সুপারি ইত্যাদি নিবেদন করতে হবে। সেই সঙ্গে শমী গাছের পাতা অর্পণ করতে হবে। মনে করা হয় যে এটি করলে জীবনে সকল প্রকার শনি দোষ দূর হয়।

 মহাদেবের মহাপ্রসাদ

মহাদেবের মহাপ্রসাদ

যে কোনও পুজোর ক্ষেত্রেই ভগবানকে ভোগ বা প্রসাদ অর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে মহাদেব অতি সামান্য উপাচারেই খুশি হন। তবে তাঁকে সন্তুষ্ট করার আরও একটি উপায় হল মিষ্টি এবং পায়েস ভোগ নিবেদন করা। শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করার পর ভগবানকে ফল ও মিষ্টি নিবেদন করুন। শিবকে দুধ ও চাল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের ব্রতকথা শোনাও খুব শুভ বলে মনে করা হয়। ভগবান শিবের কর্পূর আরতি করে সকলের মধ্যে পূজার প্রসাদ বিতরণ করলে সব রকম মনের ইচ্ছা পূরণ করেন মহাদেব।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

জুলাইয়ে মীন রাশিতে পিছিয়ে যাবে বৃহস্পতি, তিন রাশির ব্যক্তিরা এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুনজুলাইয়ে মীন রাশিতে পিছিয়ে যাবে বৃহস্পতি, তিন রাশির ব্যক্তিরা এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন

English summary
do these little things to get blessings of shiva in shravan in july 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X