For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুলেও ঘরের এইদিকে রাখবেন না সিন্দুক, নাহলে হবে বিপুল অর্থনাশ!

ভুলেও ঘরের এইদিকে রাখবেন না সিন্দুক, নাহলে হবে বিপুল অর্থনাশ!

Google Oneindia Bengali News

যেকোনও মানুষের ক্ষেত্রে জীবন ধারণের মূল উপজীব্য হল অর্থ উপার্জন করা। সেক্ষেত্রে সকলেই চান রোজগার করা টাকা পর্যাপ্ত পরিমানে সঞ্চয় করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয়ে থাকে যে আয়ের থেকে ব্যয়ের মাত্রা এতটাই বেশি যে লক্ষ্য অনুযায়ী তাঁরা অর্থ সঞ্চয় করতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে পর্যাপ্ত আয়ের পরেও বাড়িতে টাকা থাকে না। কোনও না কোনও কারণে তা অহেতুক খরচ হয়ে যায়। কিন্তু এর কোনও কারণ না বোঝা গেলেও বাস্তু শাস্ত্র মতে বাড়িতে টাকা রাখার জায়গায় কোনও ত্রুটি থাকলে এই ধরনের ঘটনা ঘটে। জেনে নেওয়া যাক কীভাবে অহেতুক খরচ থেকে রেহাই মিলবে।

কেন হয় অহেতুক খরচ?

কেন হয় অহেতুক খরচ?

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে সঠিক জায়গায় টাকা না রাখলে আয়ের থেকে বেশি খরচ হতে শুরু করে। বাস্তুর বিশেষ তাৎপর্য রয়েছে। এমন পরিস্থিতিতে অবহেলার কারণে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই বাস্তুর নিয়ম মেনে চললেই সব সমস্যার সহজ সমাধান হতে পারে।

সিন্দুকের শুভ দিন

সিন্দুকের শুভ দিন

বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্ব ও উত্তর দিকের সঙ্গে দেবতার সম্পর্ক রয়েছে। এই দিকগুলিতে দেবতাদের বাস। এমন পরিস্থিতিতে পূর্ব দিকে সুরক্ষিত রাখা শুভ। চাইলে ঘরের উত্তর দিকে টাকার জায়গা বা সিন্দুক রাখা যেতে পারে। এতে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং খরচার বাড়াবাড়িও নিয়ন্ত্রণে থাকে।

কোন দিকে অর্থনাশ?

কোন দিকে অর্থনাশ?

বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকে আলমারি বা টাকার সিন্দুক রাখা একদম উচিত নয়। কারণ এতে অর্থের বিপুল ক্ষয় ক্ষতি হয়। কিন্তু পাশাপাশি বাড়িতে সম্পদও বৃদ্ধি পায় না। এমন অবস্থায় দক্ষিণ দিকে সিন্দুক রাখা একদম শুভ বলে মনে করা হয় না। বাড়িতে সিন্দুক রখা বা টাকা রাখার জন্য পূর্ব ও উত্তর দিক ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়। সেই সঙ্গে আলমারি বা সিন্দুক পশ্চিম দিকে মুখ করে রাখবেন না, কারণ এতে আর্থিক ক্ষতি হয়। একই সঙ্গে অহেতুক খরচার বাড়াবাড়িও শুরু হয়।

 বাস্তুতে প্রতিকার

বাস্তুতে প্রতিকার

তবে যে কোনও দোষ হলেও তার প্রতিকারের কথাও বলা হয়েছে বাস্তু শাস্ত্রে। তাই এমন অনেকেই আছেন যারা পর্যাপ্ত আয়ের পরেও অহেতুক খরচের জ্বালায় অতিষ্ঠ তাঁরা বাস্তু অনুসারে আর্থিক স্থানের বদল করার পাশাপাশি ধনদেব কুবেরের উপাসনা করলেও ভালো ফল পাবে। এছাড়াও এখন অধিকাংশ ক্ষেত্রে ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে শুভ বা অশুভ দিকের পৃথকীকরণ সম্ভব হয় না অনেক সময়। তাই সেক্ষেত্রে সিন্দুক বা টাকার জায়গায় লাল রঙের স্বস্তিক এঁকে রাখলেও ভালো ফল পাওয়া যায়।

( এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু তথ্যের উপর নির্ভরশীল)

English summary
do not put the ark of money in this side of house as vastu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X