For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রির সময় ভুলেও এই কাজগুলি করবেন না, বাড়তে পারে পাপের বোঝা

Google Oneindia Bengali News

বছরে ৪ বার নবরাত্রি আসে, যার মধ্যে ২টি গুপ্ত ও ২টি প্রত্যক্ষ নবরাত্রি হয়। আশ্বিন মাসের নবরাত্রিকে শারদীয়া নবরাত্রি বলা হয়। এতে মা অম্বের মূর্তি স্থাপন করা হয়। এই নবরাত্রি আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় এবং দশমীর দশেহরার দিন দুর্গা প্রতিমার বিসর্জন করা হয়। এই বছর ২৬ সেপ্টেম্বর থেকে নবরাত্রি শুরু হতে চলেছে এবং ৫ অক্টোবরে শেষ হবে। এই সময় মা দুর্গার পুজো-উপাসনা করুন এবং কিছু কাজ করার থেকে বাঁচুন। নয়তো মা দুর্গা ক্ষুব্ধ হতে পারে এবং জীবনে সঙ্কট-সমস্যা আসতে পারে।

বাড়ি খালি রাখবেন না

বাড়ি খালি রাখবেন না

যদি শারদীয়া নবরাত্রির সময় বাড়িতে ঘটস্থাপন বা কলস স্থাপন করেন তবে ঘর খালি রাখবেন না। ৯ দিন পর্যন্ত ২৪ ঘণ্টা বাড়িতে কাউকে না কাউকে অবশ্যই থাকতে হবে। বিশেষ করে রাতে বাড়িতে কারোর না কারোর থাকা অবশ্যই উচিত।

অখণ্ড জ্যোতি যেন না নিভে যায়

অখণ্ড জ্যোতি যেন না নিভে যায়

যাঁরা শারদীয়া নবরাত্রিতে অখণ্ড জ্যোতি জ্বালাবেন, তাঁরা যেন বিশেষ খেয়াল রাখেন আর প্রদীপে যেন তেল-ঘি শেষ হয়ে না যায়।

নবরাত্রির সময় দিনে ঘুমোবেন না

নবরাত্রির সময় দিনে ঘুমোবেন না

নবরাত্রির সময় দিনের বেলা ঘুমোবেন না। যতটা সম্ভব নিজের সময় পুজো-অর্চনায় অতিবাহিত করুন।

কন্যা পুজো

কন্যা পুজো

নবরাত্রির সময় কন্যা পুজোর খুব মাহাত্ম্য রয়েছে। এই সময় কোনও কন্যাকে না অপমান করবেন আর না কষ্ট দেবেন। নয়তো মা দুর্গা ক্ষুব্ধ হয়ে যেতে পারেন।

বাড়িতে এই সময় আমিষ নয়

বাড়িতে এই সময় আমিষ নয়

ঘরে কলস স্থাপন করেছেন তো ভুলেও বাড়িতে রসুন-পেঁয়াজ, আমিষ খাবার তৈরি করবেন না। বাড়িতেও কোনও আমিষ খাবার আনবেন না। এরকম করলে জীবনে সমস্যা চলে আসতে পারে। এই সময় মদ থেকেও দূরে থাকুন।

ঘর–দোর পরিষ্কার রাখুন

ঘর–দোর পরিষ্কার রাখুন

নবরাত্রির সময় বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন ঘরের কোনও জায়গা থেকে যেন দুর্গন্ধ না আসে, ঘরের মধ্যে মাকড়শার জাল যেন না থাকে বা কোনও ধরনের জঞ্জালও যেন না থাকে বাড়িতে। নবরাত্রির সময় মনকে সাত্ত্বিক রাখুন এবং খারাপ চিন্তা মাথায় আনবেন না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

খাবার খাওয়ার সময় এই ভুলগুলি করছেন নাতো?‌ দরিদ্রতা চলে আসতে পারে বাড়িতেখাবার খাওয়ার সময় এই ভুলগুলি করছেন নাতো?‌ দরিদ্রতা চলে আসতে পারে বাড়িতে

English summary
Don't make these mistake during Sharadiya Navratri, Maa Durga may get angry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X