For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবরাত্রির দিন ভুলেও করবেননা এইকাজ, নাহলে জীবনে হবে সর্বনাশ!

শিবরাত্রির দিন ভুলেও করবেননা এইকাজ, নাহলে জীবনে হবে সর্বনাশ!

Google Oneindia Bengali News

দেবাদিদেব মহাদেবের পুজো জীবনের সকল বাঁধা বিপত্তি থেকে মুক্তি প্রদান করে বলে মনে করা হয়। আর সেক্ষেত্রে মহাশিবরাত্রির পুজো সবথেকে গুরুত্বপূর্ণ। শিবরাত্রির দিন চার প্রহর পুজো এবং ভগবান শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে এইদিন মহাদেবের মাথায় শুধু একটি বেলপাতা অর্পণ করে যদি নিষ্ঠাভরে শিবের পুজো করা হয় তাহলে ভক্তেরর সকল ইচ্ছা পূরণ করেন মহাদেব। তবে এই বিশেষ দিনে মহাদেবের উপাসনা এবং শিবরাত্রির ব্রত উদযাপন করার ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আছে। জেনে নেওয়া যাক মহাদেবের পুজো করার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত।

শিবরাত্রির নির্ঘণ্ট

শিবরাত্রির নির্ঘণ্ট

এই বছর, অর্থাৎ ২০২২ সালে মহাশিবরাত্রি উৎসব পালিত হবে আগামী ১ মার্চ, মঙ্গলবার। পঞ্চাঙ্গ মতে, ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। মনে করা হয়, মহাশিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। মহাশিবরাত্রির দিন ভক্তরা শিব মন্দিরে গিয়ে জলাভিষেক ও রুদ্রাভিষেক করেন। এর পাশাপাশি শিবলিঙ্গে অনেক কিছু নিবেদন করা হয় মনোবাঞ্ছা পূরণের জন্য। কিন্তু, অনেক সময় ভুলবশত এমন কিছু জিনিস দেওয়া হয়, যা শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে।

 তুলসী পাতা অর্পণ

তুলসী পাতা অর্পণ

মহাদেবের অত্যন্ত প্রিয় হল বেলপাতা। তিনি মাত্র একটি বেলপাতা পেলেই খুশি হন। কিন্তু শিবরাত্রির দিন কখনই শিবের মাথায় তুলসী পাতা অর্পণ করতে নেই। বলাহয় যে তুলসী হলেন নারায়ণের শালীগ্রাম রূপের স্ত্রী। তাই তুলসীকে বিষ্ণুর প্রিয় পাতা বলে মনে করা হয়। সেই কারণে শিবরাত্রির দিন কখনও মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই।

কেতকী ফুল

কেতকী ফুল

শুধু এক লোটা জল, অক্ষত চাল ও বেলপত্র দিয়ে ভগবান শিবের পূজা করা যায়। শিবের খুব প্রিয় ফুল হল ধুতরা। শিবপুরাণ অনুসারে, ভগবান শিবের পূজায় কেতকী ফুল ব্যবহার করা উচিত নয়।

 ডাবের জল

ডাবের জল

শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে নারকেল জল দিয়ে অভিষেক করা উচিত নয়। নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এর সাথে এটি ভগবান বিষ্ণুর সাথেও সম্পর্কিত। শিবের পূজায় নারকেল ব্যবহার করা উচিত নয়।

সিঁদুর নিবেদন

সিঁদুর নিবেদন

শিবলিঙ্গে কুমকুম বা সিঁদুর নিবেদন করা নিষেধ। কারণ কুমকুম বা সিঁদুরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অথচ ভোলেনাথ বৈরাগী। শিবলিঙ্গে ভস্ম নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

 তিলদান

তিলদান

শাস্ত্র মতে তিলদান শিবের পূজায় ব্যবহার করা নিষেধ তিল সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি ভগবান বিষ্ণুর দেহের ময়লা থেকে উদ্ভূত হয়েছিল। এই কারণেই শিবের পূজায় তিল ব্যবহার করা হয় না।

শিবরাত্রির দিন কোন কোন রাশি শিবলিঙ্গে কী দিয়ে অভিষেক করলে সাফল্য মিলবে, দেখে নিনশিবরাত্রির দিন কোন কোন রাশি শিবলিঙ্গে কী দিয়ে অভিষেক করলে সাফল্য মিলবে, দেখে নিন

English summary
do not dare to do these things in maha shivratri 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X