For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে কোন সময় ঝাড়ু দিতে মা লক্ষ্মী রেগে যান, জানেন আপনি

বাড়িতে কোন সময় ঝাড়ু দিতে মা লক্ষ্মী রেগে যান, জানেন আপনি

  • |
Google Oneindia Bengali News

ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার। জ্যোতিষশাস্ত্রে বলা হয় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই মা লক্ষী ঘরে প্রবেশ করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যদি সন্ধ্যেবেলা কেউ ঘরে ঝাট দেয় তাহলে তার ঘরের দারিদ্রতা নেমে আসে। যেকোনোও সময় বাড়িতে ঝাড়ু দেওয়া ঠিক নয়। তাতে মা লক্ষ্মী রেগে যান। সেইসঙ্গে আপনার ঘরের ইতিবাচকতা শক্তি চলে গিয়ে নেতিবাচক শক্তিতে আপনার ঘর ভরে উঠবে। তাহলে জেনে নিন কোন কোন সময় ঘর ছাড় দেবেন।

কোন কোন ঝাড়ু দেওয়া শুভ

কোন কোন ঝাড়ু দেওয়া শুভ

বাস্তুশাস্ত্র অনুসারে দিনে চারটি সময় ঝাড়ু দেওয়ার শুভ সময় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় রাতে ঝাড়ু দিলে সেটি খুব অশুভ। রাতে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী প্রসন্ন হয়। এমত অবস্থায় আপনার ঘরে দারিদ্রতা নেমে আসে। অন্ধকার ঘরে নেতিবাচকতা শক্তি ভরে ওঠে। ইতিবাচক শক্তি বেরিয়ে যায়। তাই কখনোই অন্ধকার ঘরে ঝাড়ু দেবেন না।

 সূর্য ডোবার আগে ঘরে ঝাট দিন

সূর্য ডোবার আগে ঘরে ঝাট দিন

ঝাড়ু দেওয়ার সঠিক সময় বলতে গেলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়, সারা দিনে চারবার ঘর ঝাড়ু দিন। শুধুমাত্র সকালে একবার ঝাড়ু লাগান, যদি সন্ধ্যায় ঝাড়ু লাগাতে চান তবে সন্ধ্যায় আগে, মানে সূর্য ডোবার আগে ঘরে ঝাট দিন। সূর্য ডোবার পরে কখনোই ঝাড়ু দেবেন না। তাতে কিন্তু মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায তিনি সেই ঘরে বিরাজ করেন না।

 বাড়ির কোনদিকে ঝাড়ু রাখবেন

বাড়ির কোনদিকে ঝাড়ু রাখবেন

সঠিক সময়ে ঘরে ঝাড়ু লাগানোর পাশাপাশি সঠিক দিকে ঝাড়ু রাখাও খুব জরুরী বলে মনে করা হয়। পশ্চিমদিকে ঝাড়ু রাখা উচিত। যদি পশ্চিম দিকে না রেখে অন্যদিকে আপনি বাড়ির ঝাড়ু রাখেন, সেটা কিন্তু আপনার সংসারে নেতিবাচকতা শক্তি বয়ে আনবে। এতে আপনার সংসারে অশান্তি দেখা দিতে পারে।

ঝাড়ুতে পা স্পর্শ করা উচিত না

ঝাড়ুতে পা স্পর্শ করা উচিত না

পা দিয়ে ঝাড়ু দেওযা একেবারেই ঠিক নয়। ঝাড়ুতে পা স্পর্শ করা উচিত না। এতে দেবী লক্ষ্মী রেগে যান। সবসময় পরিষ্কার জায়গায় ঝাড়ু রাখা উচিত। এছাড়াও কখনো ঝাড়ু দাঁড়িয়ে রাখা উচিত না। মাটিতে শুইয়ে রাখা উচিত। বাস্তুতন্ত্রে এটিকে সঠিক বলে মনে করা হয়।

বিছানার নীচে ঝাড়ু রাখবেন না

বিছানার নীচে ঝাড়ু রাখবেন না

অনেকে বিছানার নীচে ঝাড়ু রাখেন, সেটি কখনোই রাখবেন না। আবার অনেকে দরজা দিয়ে বেরোবার জায়গায় ঝাড়ু রাখেন, তা রাখবেন না। সেটি কিন্তু খুব খারাপ বলে মনে করা হয়। এতে শুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না । অশুভ শক্তি ঘরে ভরে ওঠে। সেই সঙ্গে দাম্পত্য এবং পারিবারিক কলহ বাড়তে থাকে। জীবনে নেমে আসে অশান্তি । এতে মা লক্ষ্মী রেগে যান। সেই সঙ্গে দেখা দেয় আর্থিক সঙ্কটও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

বাড়ির কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ, জানেনবাড়ির কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ, জানেন

English summary
do not broom the house in the evening say astrology but why
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X