For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালি জ্যোতিষ: কালীপুজোর আগে প্রায় ৭০০ বছর পর পড়ছে এই বিশেষ যোগ! সৌভাগ্য বাড়াতে জানুন টিপস

দিওয়ালি: কালীপুজোর আগে প্রায় ৭০০ বছর পর পড়ছে এই বিশেষ যোগ! সৌভাগ্য বাড়াতে জানুন জ্যোতিষ টিপস

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে যেন শুভ যোগ ছাড়া পুজো সম্পন্ন করা হয় না, তেমনই বিশেষ যোগ ছাড়া ধনতেরাসে কেনাকাটা সম্পন্ন করা যায় না। উল্লেখ্য, ধনতেরাসের আগে ২৮ অক্টোবর রয়েছে একটি বিশেষ মহাজাগতিক যোগ। বলছেন জ্যোতিষবিদরা। এই পরিস্থিতিতে আরও এক শুভ যোগ আসন্ন নভেম্বর মাসের ২ থেকে ৪ তারিখের মধ্যে পড়ছে। তা দিওয়ালি ও ধনতেরাসের যোগ। দিওয়ালির আগে ৬৭৭ বছর পর পড়ছে এই যোগ। জ্যোতিষ গণনা মতে এই যোগকে বলা হয়, গুরুপুষ্যযোগ। এইযোগ সম্পর্কে কী জানা যাচ্ছে দেখা যাক।

 ৬৭৭ বছর পর বিশেষ যোগ!

৬৭৭ বছর পর বিশেষ যোগ!

২৮ অক্টোবর অর্থাৎ আজ রয়েছে বিশেষ গুরু পুষ্য যোগ। এদিন একই সঙ্গে গুরু ও পুষ্য নক্ষত্র থাকবে। অন্যদিকে, গুরু ও শনি রাশি মকরে থাকবে এদিন। এমন শুভ সংযোগ ৬৭৭ সাল পরে থাকতে চলেছে। এছাড়াও বৃহস্পতিবার রয়েছে এই বিশেষ যোগ। ফলে সব মিলিয়ে মা লক্ষ্মীর কৃপা পেতে এই বিশেষ গুরুপুষ্য যোগে ঘরে সোনা দানা বা বাসন কিনে আনার কথা বলছেন সমস্ত জ্যোতিষবিদরা। বলা হচ্ছে ধনতেরাসের আগে এই যোগের দিন ঘরে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়।

কেন বিশেষ এই যোগ!

কেন বিশেষ এই যোগ!

একদিকে এই দিনে রয়েছে গুরু পুষ্য় যোগ, অন্যদিকে, বৃহস্পতিবার রয়েছে এই বিশেষ যোগ। সব মিলিয়ে এমন একদিন রয়েছে ধনতেরাসের আগের দিন। ফলে ২ রা নভেম্বর ধনতেরাস ও ৪ নভেম্বর দিওয়ালির আগে কেনাকাটার খুবই ভালো সময় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এমন দিনে কেনাকাটা যেমন খুব ভালো ফল দিতে পারে তেমনই কেনাকাটা ছাড়াও এমন দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়াা গিয়েছে। তবে কোনও শুভ কাজ এই দিনে করা যায় কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

এমন দিনে কি বিবাহ সম্পন্ন হয়?

এমন দিনে কি বিবাহ সম্পন্ন হয়?

জ্যোতিষমতে মনে করা হয় ২৭ টি নক্ষত্রের মধ্যে পুষ্য নক্ষত্র সবচেয়ে ভালো। আর তাঁর গুরু যোগে এমন দিন খুবই ভালো সময়। তবে এমন দিনে যেকোনও কাজ ভালো হলেও, এই দিনে বিয়ের মতো কাজ মোটেও খুব একটা ভালো ফল দেবে না বলছেন জ্যোতিষবিদরা। তবে এমন দিনে সন্তানের জন্ম খুবই ভাল ফল দিতে পারে তারক ভাগ্যে। বলছেন জ্যোতিষবিদরা। বলা হয় শ্রীরামচন্দ্র ও বৃহস্পতি দেব এমন দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাঁদের জন্মের সময়ও এমনই একটি যোগ পড়েছিল। তবে কোনও শুভ কাজ যদি আজকের দিনে করে থাকেন,তাহলে তা সফল হবেই।

এমন দিনে জন্মানো শুভ!

এমন দিনে জন্মানো শুভ!

মনে করা হয় পুষ্য নক্ষত্রের সঙ্গে বৃহস্পতিবারের গুরুযোগে যে বিশেষ দিনক্ষণ , তিথি তৈরি হয়েছে তাতে যারা জন্ম নেবেন আজ, তারা জীবনে মহৎ কাজের দিকে এগিয়ে যাবেন। এই দিনে জন্মেছে এমন মহিলারা সৌভাগ্যশালী হতে চলেছে। এছাড়াও এই দিনে যারা জন্মাচ্ছে, তারা ভবিষ্যতে দয়ালু, ধার্মিক হতে চলেছে। তারা এমন কোনও কাজের সঙ্গে সংযুক্ত হবে যা বড়সড় পরিবর্তন ঘটিয়ে বিশ্ব সংসারকে 'ভালো'র পথে নিয়ে যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Diwali Astrology 2021: After almost 700 years a special Guru pushya yog to be happen this year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X