For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলিতে মা লক্ষ্মী কৃপায় ধন-সম্পত্তি আরও বাড়িয়ে তুলতে কী কী করণীয়! একনজরে কিছু তথ্য

দীপাবলিতে মা লক্ষ্মী কৃপায় ধন-সম্পত্তি আরও বাড়িয়ে তুলতে কী কী করণীয়! একনজরে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

সনাতন ধর্মে দিওয়ালি বা দীপাবলি শুধুই ধার্মিক দিক থেকে যে গুরুত্বপূর্ণ তা নয়। সামাজিক দিক থেকেও এই দীপাবলির বেশ মাহাত্ম্য রয়েছে। শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধির জন্য এই দীপাবলির গুরুত্ব অপরিসীম। শাস্ত্র মতে, বলা হয়েছে, বেশ কয়েকটি টোটকা যদি দীপাবলির দিন পালন করে নেওয়া যায়, তাহলে এই শান্তি ,সমৃদ্ধির সঙ্গেই আসবে আর্থিক উন্নতি। একনজরে দেখে নেওয়া যাক, দীপাবলির দিন কোন কোন টিপস নজরে রাখলে মেলে কাঙ্খিত সাফল্য , দেখে নেওয়া যাক।

পরিশ্রম করেও ফল না পেলে দিওয়ালিতে কী করবেন?

পরিশ্রম করেও ফল না পেলে দিওয়ালিতে কী করবেন?

দিন রাত পরিশ্রম করেও যদি কোনও মতেই কাঙ্খিত সাফল্য না পেয়ে থাকেন, তাহলে কলাগাছ নিয়ে তা কোনও মন্দিরের সামনের এলাকায় পুঁতে দিতে পারেন। এটি করার সময় ঈশ্বরকে নিজের সমস্যা বললে , তবে মিটতে পারে অশান্তি। এতে শীঘ্রই কাঙ্খিত ফল পেতে পারেন। দিওয়ালির দিন ১১টি কড়ি হলুদ রঙের কাপড়ে বেঁধে তা তা আলমারির লকারে রাখলে কার্যকরী ফল দেয়। এতে শীঘ্রই ফলের প্রাপ্তি হয়ে যায়। যদি ব্যবসায়িক ক্ষেত্রে প্রভূত ক্ষতির মুখে পড়েন আপনি , তাহলে এর থকে লাভ হবে আপনার।

দিওয়ালির দিন মহালক্ষ্মী মন্দিরে কী করণীয়?

দিওয়ালির দিন মহালক্ষ্মী মন্দিরে কী করণীয়?

দিওয়ালির দিন মহালক্ষ্মী মন্দিরে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করা উচিত। দিওয়ালির দিন ঈশ্বর গণেশের পুজো করা উচিত। আর তাঁর পুজোর সময় সামনে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা প্রয়োজন। মনে করা হয়, এরফলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন । আর তাঁর ভক্তদের কাঙ্খিত ফলাফল দিয়ে থাকেন। দিওয়ালিতে লক্ষ্মী গণেশের পুজোর জায়গায় শ্রী যন্ত্র রাখলে তবে তাতে মেলে কাঙ্খিত সাফল্য। যদি দীপাবলির দিন কালীপুজো করেন, তাহলে সেই দিন সিঁদুর পরিয়ে মাকে পুজো করতে পারেন। এতে মিলতে পারে কাঙ্খিত ফলাফল।

গম পেষা

গম পেষা

দীপাবলির দিন গম পেষা খুবই জরুরি। জ্যোতিষবিদরা বলছেন, এমন দিনে যদি গম পেষাই করা যায়, তাহলে তা ঘর সংসারের জন্য সুখের বার্তা দেয়। এতে ধনলাভ যেমন হয়, তেমনই ভালো চাকরি পাওয়া যায় বলে জানা যায়। এমন দিনে মা লক্ষ্মীর কৃপা পেতে পরিবারের মৃত ব্যক্তিদের প্রতি খাবার ও প্রসাদ অর্পণ করা খুবই জরুরি বলে মনে করেন অনেকেই। জ্যোতিষমতেও এমনই পরামর্শ দেওয়া হয়।

মান সম্মান বৃদ্ধি করতে কী করণীয়?

মান সম্মান বৃদ্ধি করতে কী করণীয়?

এমন এক দিনে , মান সম্মান বৃদ্ধি করতে মা লক্ষ্মীকে লাল রঙের কাপড়ে চাল দিয়ে তাঁকে মনের আকাঙ্খা ইচ্ছার কথা জানান। এতে মিলতে পারে কাঙ্খিত সাফল্য। যদি বাড়িতে ক্রমাগত অর্থের সমস্যা হতে থাকে। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীপাবলিতে প্রদীপের মধ্যে যদি লবঙ্ক ফেলে দিতে পারেন , তাহলে তা থেকে মুক্তি পেতে পারেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Diwali Astrology 2021 tips, Know how to get more wealthy and rich with these tips.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X