For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালির রাতেই ভাগ্য খুলতে পারে কী দেখলে! জ্যোতিষমতে জানুন টিপস

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজোর পর বাঙালির সবচেয়ে বড় উৎসব কালীপুজো। আর যে রাতে মাতৃশক্তির আরাধনায় বাঙালি কালীপুজো করে, সেই রাতেই দেশের বিভিন্ন অংশে পালিত হয় দিওয়ালী। দীপাবলী থেকে দিওয়ালি একাধিক শব্দে এই দিনকে ভূষিত করে ভারতের বিভিন্ন প্রান্ত। দিওয়ালির দীন প্রদীপের আলোয় অলক্ষ্মীর অন্ধকারকে দূর করে ঘরে সোনা দানা সহ শুভ জিনিসকে আহ্বান করা হয়। এমন দিনে জ্যোতিষ শাস্ত্র মতে সৌভাগ্যের রাস্তা খুলে দেওয়া যায়। যদি দিওয়ালির রাতে এই কয়েকটি প্রাণী ও পশুকে দেখতে পান, তাহলে জানতে হবে যে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে।

বেড়াল

বেড়াল

বেড়ালের ডাক শুনে অনেকেই শুভ কাজের মাঝে বিরক্ত হন। তবে শকুন শাস্ত্র মতে, দিওয়ালির পুজোর দিন রাতে বেড়াল দেখা শুভ জিনিস। শকুন শাস্ত্রের মতে, দীপাবলীর রাতে বাড়িতে বা তার কাছাকাছি একটি বিড়াল দেখা দেবী লক্ষ্মীর আগমনের একটি নির্দেশক। এমনটা বিশ্বাস করা হয় যে বিড়াল দেখলে ঘরে সুখ আসে।

গরু

গরু

হিন্দুশাস্ত্র মতে গরু অত্যন্ত শুভ । ফলে দিওয়ালির পুজোর রাতে যদি গরুকে দেখা যায়,তাহলে বুঝতে হবে আগামী দিনে আপনার জীবনে বহু সোনা দানা সম্পত্তি আসতে চলেছে।গরুকে দেবত্বের প্রতীক মনে করা হয়। এটি ঘরে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক। এটি পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বৃদ্ধি করে এবং এই প্রাণিকে দেখলে পরিবারে একাত্মবোধ দেখা যায়। পরিবার শক্তিশালী হয়।

টিকটিকি

টিকটিকি

অনেকেই বাড়িতে টিকটিকি দেখলে তা তাড়িয়ে দিতে চান। তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, টিকটিকি হল ভালো সময়ের প্রতীক। টিকটিকি মূলত মা লক্ষ্মীর প্রতীক।শকুন শাস্ত্র অনুসারে, দীপাবলির রাতে টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।

 ছুঁচো

ছুঁচো

ছুঁচো মূলত একটি ছোট প্রাণী যা দেখতে ইঁদুরের মতো। অনেকেই বাড়িতে এই প্রাণীকে দেখতে পেয়ে তাকে খারাপ প্রতীক বলে বলে মনে করেন। তবে শকুন শাস্ত্রে বলা হয়েছে যে দীপাবলির রাতে তিল দেখা গেলে তা শুভ। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়ির আর্থিক সীমাবদ্ধতা দূর হয় এবং পরিবারের সমস্ত খারাপ কাজ করা শুরু হয়।

 প্যাঁচা

প্যাঁচা

অনেকেই মনে করেন, প্যাঁচা যে বাড়িতে ডাকে সেখানে কোনও খারাপ খবর আসে। তবে তা আদতে হয় না। শাস্ত্র মতে মনে করা হয় মা লক্ষ্মীর বাহন প্যাঁচা। শকুন শাস্ত্র মতে, দিওয়ালির রাতে পেঁচা দেখা খুব শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, এর কারণে সারা বছরই ঘরে থাকেন দেবী লক্ষ্মী। এটি দেখলে ঘরে সুখ সমৃদ্ধি যেমন আসে , তেমনই কেটে যায় দুর্ভাগ্য।

English summary
Diwali astrological remedies 2021: Know how to gain good luck during diwali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X