ধনতেরাস ২০২০: কোন ৬টি উপায় আপনাকে কোটিপতি করতে পারে! জানুন 'ধনত্রয়োদশী টিপস'
ধনতেরস (Dhanteras) মানেই ধনরত্ন, সম্পত্তিতে উচ্ছ্বলতা। আলোর উৎসব দীপাবলির (Diwali) আগে ধনতেরাসের উৎসবে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় গোটা দেশ। এমন দিনে ঘরে যেকোনও নতুন জিনিসই সৌভাগ্য , অর্থ , শান্তি , সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে পারে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন উপায় অবলম্বন করলে ধনতেরাসে সৌভাগ্য তুঙ্গে থাকবে।

প্রথম টিপস
ধনতেরসে ঘরে আনুন গোমতি চক্র। এটি ঘরে থাকলে, ঘরে অর্থাভাব কমে যায়। এমনই দাবি বিভিন্ন জ্যোতিষ বিশেষজ্ঞের।

কার পুজো করবেন?
ধনতেরাসে লক্ষ্মী, গণেশ ছাড়াও করুন কুবেরের পুজো। জ্যোতিষবিদরা বলছেন, এতে বাড়বে সম্পত্তি সৌভাগ্য। পুজোর পর রাতে ২১ টি চালের দানা একটি লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। আপনার সম্পত্তি বাড়বে।

কড়ি দিয়ে কী কী করণীয়?
শাস্ত্রজ্ঞরা বলছেন, ধনতেরাসে ১১ টি কড়ি নিয়ে তাকে লাল কাপড়ে বেঁধে শ্রী স্তোত্র পড়ুন। এরপর সেই বাঁধা কড়ি ঘরে ভাইফোঁটা পর্যন্ত রেখে দিন। এতে সৌভাগ্য আসে। অন্যদিকে দূর হয় বাধা।

১৩ টি প্রদীপ
ধনতেরাসের দিন বাড়িতে ১৩ টি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে মুহূর্তে মুহূর্তে আচমকা ধনপ্রাপ্তি হতে পারে। যা সৌভাগ্যের প্রতীক।

লবঙ্গ
মা লক্ষ্মীকে ধনতেরাসের দিন একজোড়া লবঙ্গ অর্পণ করুন। এতে যাঁদের কাছে টাকা বেশি হাতে থাকে না, তাঁদের লাভ হবে। টাকার সঞ্চয় বাড়বে।

ঘরে মান সম্মান আনতে কী করবেন?
বিশেষজ্ঞদের দাবি, ঘরে মান সম্মান প্রতিপত্তি আনতে একটি বিশেষ কোনও গাছ ঘরে আনুন। তার সঙ্গেই ঘরে আসবে সুখ, শান্তি, সৌভাগ্য।
ধনতেরাস ২০২০-এর দিন, ক্ষণ , তারিখ একনজরে! কলকাতায় 'ধনত্রয়োদশী' র মুহূর্ত জানুন