ধনতেরাস ২০২০: সোনা বাদে এই কয়েকটি জিনিস খেয়াল রেখে কিনলেও সৌভাগ্য তুঙ্গে থাকবে
আর মাঝে মাত্র একদিন। তারপরই ধনতেরাস। আর ঠিক তার পরের দিন দিওয়ালির আনন্দে গা ভাসাবে দেশ। তবে অতিমারীর আবহে এবারের দিওয়ালি সেভাবে উজ্জ্বল হচ্ছে না। এমন এক সময়ে কার্তিক কৃষ্ণা ত্রয়োদশীতে পালিত হবে ধনতেরাস। দেখা যাক, সোনা না কিনে কোন কোন জিনিস কিনলে ঘরে সৌভাগ্য জাগ্রত হয়।

প্রদীপ
ছোট মাটির প্রদীপ ঘরে আনলে তা সৌভাগ্য বৃদ্ধি করে। ঘরের দরজার সামনে একটি বড় প্রদীপ রাখলে তা ঘরের শান্তি , সমৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে বলে দাবি অনেকের। তবে এতে অবশ্য়ই ঘি কিম্বা সরষের তেল দিয়ে জ্বালাবেন।

গণেশের সঙ্গে কার মূর্তি?
গণেশের সঙ্গে লক্ষ্মীর মূর্তি ধনতেরাসে কিনলে তা ঘরে অর্থ সম্পত্তি বাড়িয়ে দেয়। তবে খেয়াল রাখতে হবে গণেশের শুঁড় যেন বামদিকে হয়।

গোমতি চক্র
জ্যোতিষবিদরা বলছেন, গোমতি চক্র ধনতেরাসের দিনে কিনলে তা সৌভাগ্য দেয়। কম করে পাঁচটি গোমতি চক্র ধনতেরাসে কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কড়ি
ধনতেরাসে কড়ি কিনলে তা ঘরে অর্থকড়ি বাড়িয়ে দেয় বলে জানান দেন শাস্ত্রজ্ঞরা। তাঁদের দাবি, ঘরে কড়ি বা টাকা যদি আনা যায়, তাহলে ঘরে বিবাহ, সহ শুভ কাজ শুরু হতে পারে চটজলজি।

চন্দ্রগ্রহণ ২০২০: নভেম্বরের মহাজগাতিক ঘটনার দিন তারিখ,দিন, ক্ষণ একনজরে