For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ ধনতেরস: সোনা ছাড়াও সৌভাগ্য বৃদ্ধিতে এই জিনিসগুলি কিনতে ভুলবেন না! কিছু টিপস

২০১৯ ধনতেরস: সোনা ছাড়াও সৌভাগ্য বৃদ্ধি এই জিনিসগুলি অবশ্যই কিনবেন

  • |
Google Oneindia Bengali News

২৫ অক্টোবর ধনতেরস। কৃষ্ণা ত্রয়োদশীর এই তিথিতে ঘরে সোনা রুপোর মতো দামী ধাতু আনলে উত্তোরোত্তর শ্রীবৃদ্ধি হয় ভাগ্যের। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের। তবে শাস্ত্রবিদের দাবি, সোনা ছাড়াও ধনতেরসে অন্য কয়েকটি জিনিস কিনলে তা সৌভাগ্য বৃদ্ধি করতে পারে।

চামচ

চামচ

শুধু সোনা বা রুপোই নয়, ছোট্ট একটি স্টিলের চামচ কিনলেও ধনতেরসের দিন তা সৌভাগ্য নিয়ে আসতে পারে। এমনই মত বিভিন্ন শাস্ত্রজ্ঞদের। আর লক্ষ্মীপুজোর সময় সেই চামক যদি থালায় রেখে আরতি করা যায়, তাহলে তা অত্যন্ত শুভ।

ধনে গুঁড়ো

ধনে গুঁড়ো

শাস্ত্র মতে ধনতেরসের দিন সোনা বা গয়না যদি কিনতে নাও পারেন, তাহলে খানিকটা ধনে গুঁড়ো কিনে নিলেও তা গৃহস্থের মঙ্গল ডেকে আনে। এতে লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকেন।

সিঁদুর

সিঁদুর

ধনতেরসের শুভ মুহূর্তে যদি খানিকটা সিঁদুর কেনা যায়, তাহলে তা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে পুজোপাঠ করুন। এতে সংসারের শ্রীবৃদ্ধি হবে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

কোনটি কিনবেন না?

কোনটি কিনবেন না?

মনে রাখতে হবে, ধনতেরসের দিন অ্যালুমিনিয়ামের বাসন যেন কেনা না হয়। কাঁচ বা অ্যালুমিনিয়ামের বাসন ধনতেরসে কেনা হলে তা গৃহস্থে অশুভ ছাপ ফেলে দেয়।

English summary
Dhanteras 2019 Astrology, along with Gold, buy this 4 things for getting Rich.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X