For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ সালেই কি করোনা ভাইরাসের সমাপ্তি আসন্ন! জ্যোতিষগণনায় চাঞ্চল্যকর দাবি

২০২১ সালেই কি করোনা ভাইরাসের সমাপ্তি আসন্ন! জ্যোতিষগণনায় চাঞ্চলযকর দাবি

Google Oneindia Bengali News

চারিদিকে হাহাকার , ত্রাহি ত্রাহি রব। কোথাও সর্বহারার কান্না, কোথাও প্রাণের মানুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনার পরও তাঁকে চিরতরে হারাবার দুঃখ। করোনার দ্বিতীয় স্রোতে কার্যত নারকীয় পরিস্থিতি সমস্ত দিকে। এই পরিস্থিতিতে একাধিক জ্যোতিষবিদ একাধিক দাবি পেশ করছেন করোনার জেরে।

রাশিয়ান জ্যোতিষবিদরা কী বলছেন?

রাশিয়ান জ্যোতিষবিদরা কী বলছেন?

রাশিয়ার জ্যোতিষবিদ তাতিয়ানা বশ আগেই গণনা করে জানিয়েছিলেন যে ২০২১ সালে করোনার দ্বিতীয় স্রোত আসবে। তা দানবীয় হবে। তিনি জানিয়ছেন , এই ২০২১ সালে করোনার এই কঠিন পরিস্থিতি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তলে তলে বহু চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে। এরপর মে থেকে জুলাই মাসের প্রথম অর্ধ পর্যন্ত থাকতে হবে সতর্ক। এরপর ডিসেম্বর থেকে ২০২২ জানুয়ারি পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে করোনা নিয়ে।

২০২১ এ আরও করুণ পরিস্থিতি আসন্ন!

২০২১ এ আরও করুণ পরিস্থিতি আসন্ন!

তাতিয়ানার মতোই নরসিংহ রাও জাবি করেছেন, ২০২১ সালে কেবলমাত্র এই একটি মাত্র করোনা স্রোতই যে আসবে তা নয়। এবছর বাড়তে পারে করোনার ব্যাপক সংক্রমণ। তাঁর মতে এপ্রিল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা করোনার 'পিক' নয়।

করোনা নামতে পারে ২৪ মে থেকে!

করোনা নামতে পারে ২৪ মে থেকে!

বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রবিদ নরসিংহা রাও জানিয়েছেন, তাঁর জ্যোতিষ গণনা বলছে, করোনার তীব্র করুণ পরিস্থিতি বা 'পিক' আগামী ২৪ মে আসন্ন। ততদিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে, জ্যোতিষশাস্ত্রবিদ মাহামা হোপাণ্ড্য পণ্ডিত দাবি করছেন, তাঁর গণনা অনুযায়ী ২০২১ সালের শেষে করোনার ইতি ঘটতে পারে।

 করোনার ইতি নাকি আরও একটি স্রোত আসছে?

করোনার ইতি নাকি আরও একটি স্রোত আসছে?

জ্যোতিষবিদ মাহামা হোপাণ্ড্য পণ্ডিত যখন ২০২১ সালে করোনার ইতি আসবে বলে দাবি করছেন, তখন নরসিংহ রাও বলছেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আরও এক করোনার স্রোত আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

English summary
Coronavirus astrology, will pandemic end in year 2021, know astrological analysis in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X