For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্য গ্রহণের সময়ে কেন রান্না করতে ও খাবার খেতে বারণ করা হয়, জানেন আপনি

সূর্য গ্রহণের সময়ে কেন রান্না করতে ও খাবার খেতে বারণ করা হয়, জানেন আপনি

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের একটি বিশেষ ভূমিকা রয়েছে। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক গ্রহণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় অনেক কিছু মানার কথা বলা হয়, যেমন গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে যেতে বারণ করা হয়। বলা হয় গ্রহণ চলাকালীন কেউ খাবার খাবেন না। এ সময় দেবতাকে তুলসী ও দূর্বা ঘাস দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে জ্যোতিষশাস্ত্রে এমন অনেক খাবারের কথা বলা হচ্ছে সূর্য গ্রহণের সময় খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। কিন্তু কেন পেছনে রয়েছে অনেক কারণ, তা দেখে নিন।


কোন সময়ে সূর্যগ্রহণ শুরু হবে

কোন সময়ে সূর্যগ্রহণ শুরু হবে

চলতি বছরে দীপাবলির ঠিক একদিন পর অর্থাৎ ২৫ অক্টোবর হবে দ্বিতীয় এবং বছরের শেষ সূর্যগ্রহণ। ২৪ অক্টোবর বিকেল ৫ টা২৭ মিনিটে এই গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর বিকেল ৪ টে ১৮ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। যদিও এই সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে কখনোই দৃশ্যমান হবে না। কথিত আছে, এই গ্রহণ চলাকালীন কখনোই খাবার খাবেন না এবং রান্না করবেন না, তাহলে শরীরে নানারকম রোগ বাসা বাঁধতে পারে।

 এই সময়ে খাবার খাওয়া বারণ

এই সময়ে খাবার খাওয়া বারণ

বলা হয় সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখা যায় না। সূর্যের আলো দেখা যায় না যাওয়ার কারণে এ সময় ব্যাকটেরিয়া আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, তাই এ সময় ব্যাকটেরিয়া খাবার নষ্ট করতে পারে। খাবারের গুনাগুন নষ্ট করতে পারে। তাই এই সময় খাবার রান্না করা বা খেতে বারণ করার কথা বলা হয়। সূর্যগ্রহণের সময় শিশু, রোগী বা বৃদ্ধ বা গর্ভবতী মহিলাদের সূর্যাগ্রহণের আগেই খাইয়ে দেওয়া উচিত।

 এতে আপনার হজমের সমস্যা হতে পারে

এতে আপনার হজমের সমস্যা হতে পারে

যদি আপনি আগে কোন খাবার রেখে দেন সেই খাবার কখনোই সূর্যগ্রহণের পর খাবেন না। কারণ এটি নষ্ট হতে পারে এবং এই খাবার খেলে আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে।

 গ্রহণের সময়ে এই খাবারগুলি এড়িয়ে চলুন

গ্রহণের সময়ে এই খাবারগুলি এড়িয়ে চলুন

সূর্যগ্রহণের সময় কখনোও আমিষ জাতীয় খাবার বা রুটি পেঁয়াজ, রসুন ,মদ, গাজা খাবার এড়িয়ে চলুন। এতে শরীরে হজমের সমস্যা হবে এবং পেটেও নানান অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি।

 জল খাবেন না

জল খাবেন না

বলা হয় সূর্য গ্রহণের সময় জল খাবেন না, এটি খাওয়া কখনই শুভ নয়।

 তুলসী পাতা মিশিয়ে খান

তুলসী পাতা মিশিয়ে খান

যদি আপনি এই সূর্য গ্রহনের সময় কোন খাবার খান তাহলে সেই খাবারের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খান কারণ তুলসী পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে, তাই ব্যাকটেরিয়া খাবারের গুণাগুণ নষ্ট করতে পারে না।

 কী দাবি বৈজ্ঞানিকদের

কী দাবি বৈজ্ঞানিকদের

বলা হয় যেকোনও গ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা একদমই উচিত নয়, যদিও নাসার বৈজ্ঞানিকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি করে জানিয়েছেন, এই ঘটনা অবশ্যই সত্যি তবে তাদের মতে গ্রহণের সময়ে যে সময়ে রশ্মি বের হয় তা রান্না করা খাবারকে নষ্ট করে দিতে পারে, তবে শুরু রান্না করা খাবার নয় যেকোনও প্যাকেটজাত খাবারও নষ্ট করতে পারে। এমনকি ফসলেরও ক্ষতি করতে পারে এই রশ্মি। তাই এ সময়ে খাবার না খাওয়াই ভালো।

দীপাবলির দিন মা লক্ষ্মীকে খুশি করতে এই টিপসগুলি মেনে চলুন দীপাবলির দিন মা লক্ষ্মীকে খুশি করতে এই টিপসগুলি মেনে চলুন

English summary
Cooking and eating during solar eclipse is prohibited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X