For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ চৈত্র নবরাত্রির মরশুমে দুর্গার আরাধনায় অর্থিক সঞ্চয় বাড়ানো সম্ভব! কিছু টিপস বাস্তুশাস্ত্র মতে

চৈত্র নবরাত্রি ঘিরে ইতিমধ্যেই দেশের পশ্চিমাংশে রীতিমত উৎসবের আমেজ। ৬ এপ্রিল থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চৈত্রের নবরাত্রি।

  • |
Google Oneindia Bengali News

চৈত্র নবরাত্রি ঘিরে ইতিমধ্যেই দেশের পশ্চিমাংশে রীতিমত উৎসবের আমেজ। ৬ এপ্রিল থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চৈত্রের নবরাত্রি। আর বাস্তুশাস্ত্রের হিসাব বলছে এই মরশুমেই টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা আরও রয়েছে। সেদিক থেকে দেখে নেওয়া যাক কয়েকটি টিপস।

নারকেলে কর্পূরের আগুন

নারকেলে কর্পূরের আগুন

নবরাত্রির এই কয়েকদিন নারকেলের মধ্যে কর্পূর রেখে তা প্রজ্জ্বলিত করে ঈশ্বরের সামনে ২১ বার যদি আরতি করা যায়,তা হলে তার শুভফল পেতে পারেন অনেকেই।

দূর্গার আরাধনা

দূর্গার আরাধনা

যাঁরা ধনলাভে আগ্রহী তাঁরা এই সময়ে দূর্গার পূজাপাঠ করুন। নবরাত্রির অষ্টমীর দিন বিশেষত মা দবর্গার পূজায় মনো নিবেশ করলেই ধনলাভের সম্ভাবনা বাড়বে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

দরজায় মা লক্ষ্মীর ছবি

দরজায় মা লক্ষ্মীর ছবি

নবরাত্রির সময় দরজায় মা লক্ষ্নীর ছবি রাখলে তা রীতিমত কার্যকরী হতে পারে। এরমাধ্যমে ঘরে আর্থাগম বাড়তে পারে বলে দাবি বিভিন্ন বাস্তুবিদদের।

ঘরের ওপর ওম চিহ্ন

ঘরের ওপর ওম চিহ্ন

যে ঘরে থাকছেন সেই ঘরের মাথায় ওম চিহ্ন টাঙিয়ে রাখতে পারেন। তাহলে তা ঘরে আর্থিক আগমন বাড়িয়ে দিতে পারে বলে দাবি বাস্তুশাস্ত্রকারদের।

English summary
Chaitra Navratri 2019,Know how to earn Money in this times based on vastu tips
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X